সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালেদ আল ফালিহ আগামী ১২ সেপ্টেম্বর দুদিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। ১৩-১৪ সেপ্টেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠেয় কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনেও অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে দুদিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আয়োজন করছে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি)। এতে সহযোগিতা করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও যুক্তরাজ্যভিত্তিক সংস্থা জেডআই ফাউন্ডেশন।
জানা গেছে, সম্মেলনে এতে সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী, উগান্ডা, মরিশাস, বারবুডা, লেসোথো, ক্যামেরুনসহ কয়েকটি দেশের মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে সরকারি-বেসরকারি পর্যায়ের প্রায় ৫০০ প্রতিনিধি অংশ নেবেন।
মন্তব্য করুন