বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি না মানা হলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর নির্ধারণ করে সড়কে অভিযান পরিচালনা করছে। তবে অভিযান থেকে রেহাই পেতে এ মেয়াদ ৩০ বছর করার দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা।
সংবাদ সম্মেলনে এ দাবিসহ আট দফা তুলে ধরেছে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এজন্য তারা ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে সিদ্ধান্ত না আসলে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা ।
সমন্বয় পরিষদের দাবিগুলো হলো— ১. সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ নম্বর ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলো সংশোধন করতে হবে। ২. বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করতে হবে। এছাড়া সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত পুরোনো যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান স্থগিত রাখতে হবে। ৩. বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর (প্রিজাম্পটিভ ইনকাম ট্যাক্স) কমিয়ে আগের হার বহাল রাখতে হবে। ৪. মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রতিস্থাপনে বাণিজ্যিক রিকন্ডিশন বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করতে হবে। ৫. দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আটক হলে ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফিরিয়ে দেওয়ার বিধান রাখতে হবে। ৬. মেয়াদোত্তীর্ণ পুরোনো যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করতে হবে। ৭. মহাসড়কে তিন চাকার যান (অটো-টেম্পো, অটোরিকশা) ও বিআরটিএ অনুমোদনবিহীন হালকা যানবাহনের জন্য পৃথক লেন চালুর ব্যবস্থা করতে হবে। ৮. ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ করতে হবে এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে (১১ আগস্ট) সরকারের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য অনুরোধ করছি। সড়ক পথে যাত্রী এবং পণ্য পরিবহন সচল রাখতে এ অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আগামী ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টা সকল প্রকার বাণিজ্যিক পরিবহন (বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভার) চলাচল বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য করুন