ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে লংমার্চ

লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা
লংমার্চে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। ছবি : কালবেলা

ফেনীতে প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড অভিমুখে লংমার্চ (পদযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মহিপাল পানি উন্নয়ন বোর্ড অভিমুখে এ লংমার্চ অনুষ্ঠিত হয়।

ফেনীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ও ফেনী প্রবাসী উদ্যোগের সার্বিক সহযোগিতায় এতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

জেলা স্বেচ্ছাসেবী পরিবারের সমন্বয়ক ওসমান গনি রাসেল ও নিশাত আদনানের যৌথ পরিচালনায় শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে পদযাত্রাটি মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে অবস্থান করে। এ সময় বিক্ষোভকারীরা আট দফা দাবি তুলে ধরেন।

দফাগুলো হলো—টেকসই ও প্রজন্ম ভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদীশাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎসংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন ও ব্যবসা, বাড়িঘর, ফসল, গবাদি পশু, মুরগি, মৎস্য খামারের সঠিক তথ্য প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

লংমার্চে অংশগ্রহণকারী পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন কালবেলাকে বলেন, আমরা আর বন্যার পানিতে মরতে চাই না। আমরা টেকসই বাঁধ চাই। এরই মধ্যে আমাদের হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে বলব দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করুন এবং সেনাবাহিনীর মাধ্যমে টেকসহ বাঁধ নির্মাণ করুন।

পরশুরামের বল্লামুখার নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, আমরা আর চিড়া মুড়ি চাই না। আমাদের এগুলোর দরকার নাই। আমরা টেকসই বাঁধ চাই। টেকসই বাঁধ দিয়ে আমাদেরকে বন্যা থেকে বাঁচান। একটু বৃষ্টি হলে বা আকাশ কালো হয়ে মেঘ করলে আমরা আতঙ্কের মধ্যে থাকি কখন বৃষ্টি হয়, কখন আমাদের সবকিছু বানের পানি ভেঙে নিয়ে যায়। দয়া করে আমাদেরকে আর আতঙ্কের মধ্যে রাখবেন না, আমাদের বাঁচান।

পরে পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক বরাবর ওই আট দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মীদের ছোট দৈর্ঘ্যের পোশাক বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক

শিক্ষার্থীরা টাকা দিয়ে যান দাঁড়িয়ে, স্থানীয়রা ফ্রিতে বসে!

যেভাবে খোঁজ মিলে পাইলটের, জানালেন শিক্ষক

যারা জাতীয় সংগীত গাইতে বাধা দেয় তাদের সঙ্গে ঐক্য অসম্ভব : নাছির উদ্দিন

স্যালুট দেওয়া সেই রিকশাচালকের হাতে ‘দাঁড়িপাল্লা’, চিত্রশিল্পীর ব্যাখ্যা

যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে : টুকু

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা

প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের

আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজাব : নাসীরুদ্দীন পাটোয়ারী

তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

১০

নেসকোর প্রিপেইড মিটারে মাসিক ভাড়া, ভোগান্তিতে গ্রাহকরা

১১

এখনো নিখোঁজ ৩ ছাত্রী ও ২ অভিভাবক, দাবি মাইলস্টোন কর্তৃপক্ষের

১২

মাহরিন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

১৩

সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্যাংকলরি, চালক নিহত

১৪

সিলেটে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

১৫

মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের বিদ্যোৎসাহী সদস্য ফুয়াদ হোসেন

১৬

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রী বহিষ্কার

১৭

দুর্ঘটনাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করে না : মঈন খান

১৮

অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেব না : শফিকুর রহমান

১৯

এক পাওয়ার-ব্যাংকের ব্যাটারিতে মাঝ আকাশে বিমানে সর্বনাশ

২০
X