প্রায় পাঁচশতাধিক বেলুন উড়িয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য তুলা ধরা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছর ২টা ২৫ মিনিটে শেখ হাসিনা গণভবনের থেকে হেলিকপ্টারে ভারতে চলে যান। ঠিক সেই দৃশ্য জনগণের সামনে বেলুনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ চলছে শেখ হাসিনা পালানোর বিজয় দিবস। এই দিবসের কর্মসূচি অংশ হিসেবে ঠিক ২টা ২৫ মিনিটে হেলিকপ্টার বেলুন উড়িয়ে উদযাপন করা হয় ক্ষণগণনা সময়।
শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছিল শতশত বেলুন উড়িয়ে তারই দৃশ্য উপস্থিত জনগণের মাঝে ফুটিয়ে তোলা হয়। এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীতে উদযাপিত হচ্ছে ‘৩৬ জুলাই’। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর এ দিবস উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শিল্পকলা একাডেমি।
সারাদিনের আয়োজন নিয়ে সূচি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে দিনভর যত আয়োজন তা তুলে ধরা হয়েছে।
মন্তব্য করুন