ট্র্যাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যালয়ে গিয়ে ফিরে এসেছেন প্রতিষ্ঠানটির সদ্য নিযুক্ত প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
বুধবার (৬ আগস্ট) তিনি দায়িত্ব নিতে আটাব কার্যালয়ে দিয়ে অফিসে তালাবদ্ধ দেখে ফিরে আসেন।
এর আগে গত সোমবার আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ নেতৃত্বাধীন কমিটি বাতিল করে সেখানে মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এ বিষয়ে আটাব প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, যারা কার্যালয় তালাবদ্ধ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন