কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ
শাহজালালে আগুন

১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের

১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির শঙ্কা ব্যবসায়ীদের
আমদানি পণ্যের গোডাউনে আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে ধারণা ব্যবসায়ীদের। ছবি : সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুনে বিলিয়ন ডলারের (১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যার হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

আইএইএবির সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’

বিমানবন্দরের সিএন্ডএফের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এক কর্মচারী বলেন, ‘কার্গোর সব কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছুই শেষ হয়ে গেছে। আগামী দুই তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারব না।’

কুরিয়ারের মাস্টার ইয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মো. রোকন মিয়া বলেন, ‘প্রতিদিন টন টন মাল কার্গো হয়ে আসে। এই ঘটনায় বিশাল ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। স্কাই লাউঞ্জে কেমিক্যাল, ফেব্রিক, মেশিনারিজসহ সব ধরনের মালামাল রাখা হয়। আমাদের ধারণা কেমিক্যাল থেকেই আগুন লেগেছে এবং দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে।’

বিমানবন্দরের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা সব ধরনের মালামালের গুদাম। দুপুরেই আড়াই টন আমদানি করা গার্মেন্টস পণ্য নামিয়েছে কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেস লিমিটেড। এসব মালের সব পুড়ে ছাই হয়ে গেছে বলে শঙ্কা জানালেন কোম্পানিটির পরিচালক সুলতান আহমেদ।

আমদানি সেকশনে কাজ করা সোহেল মিয়া বলেন, ‘আট নম্বর গেটের সঙ্গে লাগানো কুরিয়ার সার্ভিসের গোডাউন, এরপর ফার্মাসিউটিক্যাল ও ভ্যারাইটিজ পণ্যের গোডাউন। মাঝখানে কুল রুম, বিস্ফোরকদ্রব্যের গোডাউন। এই গোডাউনে বিস্ফোরকদ্রব্য রাখা হয়। এরপর আমদানি করা মোবাইলের গোডাউন।’

আগুনের ভয়াবহতা নিয়ে তিনি বলেন, ‘বিস্ফোরকদ্রব্যের গোডাউনে আগুন লেগেছে। সেখানে রাখা বিস্ফোরকদ্রব্যগুলো বিকট আওয়াজ করে ফুটছিল।’

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও।

প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের তীব্রতা। আগুন থেকে বাঁচাতে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকায় ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস’ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লঘুচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে টানা ৫ দিন 

ওজনে মিষ্টি কম দেওয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

চট্টগ্রামের বন্ধ ৮ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

শেষ মুহূর্তের গোলে জয় পেল বার্সা

ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের ওপর জেলেদের হামলা

পাম-সয়াবিনে ২০ গুণ বেশি হেভিমেটাল, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্তের দাবি জমিয়তের

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ছে শিক্ষার্থীদের

উপজেলা বিভাজন নিয়ে ফটিকছড়িতে অসন্তোষ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১০

শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত দাবি ফখরুলের

১১

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন

১২

মাজারে মানত শেষে ফেরার পথে প্রাণ গেল নারীর

১৩

রাকসু নির্বাচনে পরিকল্পনার থেকে বেশি খরচ হয়েছে : নির্বাচন কমিশনার

১৪

এগুলো কি নিছক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড নিয়ে আজহারির প্রশ্ন

১৫

উইন্ডিজদের বিপক্ষে জয় এনে দিয়ে যা বললেন রিশাদ

১৬

পাঁচ দিনে দেশে ৩ ভয়াবহ আগুন, যা বলছেন আজহারি

১৭

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে, সূত্রপাত নিয়ে যা বললেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

১৮

কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

‘কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই লিখে ফেলবো’

২০
X