কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে আ.লীগ-বিএনপির মারামারি (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানোর সময় নিউইয়র্কে মুখোমুখি অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। জড়ো হয় দুই দলের হাজারো সমর্থক। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায়। এমনকি জ্যাকসন হাইটসে রীতিমতো হাতাহাতি পর্যন্ত হয়েছে।

ঘটনার শুরু হয় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন ব্যানার-প্লাকার্ড নিয়ে পাল্টা অবস্থান নেন বিএনপির সমর্থকরা। দিতে থাকেন সরকারবিরোধী স্লোগান। এতে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। পরে সেখান থেকে জ্যাকসন হাইটসে অবস্থান নেয় স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সেখানেও হাজির হয় বিএনপির নেতাকর্মীরা। সেখানেই হাতাহাতি হয় দুদলের সমর্থকদের মধ্যে। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ায় বিভিন্ন নেতাকর্মী এ সময় ফেসবুক লাইভ করেন গোটা পরিস্থিতি নিয়ে। এতে দেখা যায়, আমেরিকায় বসবাসরত বিএনপির শত শত নেতাকর্মী বিক্ষোভ করতে থাকেন। স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। সেখানে দুদলের মধ্যে তর্কের একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, যা চলে বেশ কিছুক্ষণ। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ঘটনাস্থলে হাজির হয় নিরাপত্তা বাহিনীর সদস্য।

মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তারা অবস্থান নেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। আক্রমণাত্মক আচরণ করে। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে।

সফরসূচি থেকে জানা যায়, ১৭-২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে তিনি ভাষণ দেবেন।

এর আগে, রাত ১০টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

অবসরের ঘোষণা ন্যান্সি পেলোসির

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সোনারগাঁয়ে দুগ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়

আসছে মাইকেল

১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফলের আহ্বান

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৪৯ কিমি বেগে টাইফুনের তাণ্ডব, বিমানবন্দর-মহাসড়ক বন্ধ

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

১০

নুরুদ্দিন অপু বিএনপির প্রার্থী হওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

খুলনার দুর্বৃত্তের গুলিতে নিহত ১

১৩

আজ সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে নতুন দাবি ট্রাম্পের

১৫

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

১৬

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৮

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

১৯

জলবায়ু পরিবর্তন নিয়ে কঠোর হুঁশিয়ারি গুতেরেসের

২০
X