কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে না’

বাংলাদেশ মহিলা আ.লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা আ.লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা

রাজনীতিতে নারীর অংশগ্রহণকে স্বাগত জানালেও এখনো রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। নির্বাচনে অধিক সংখ্যক নারীর অংশগ্রহণ ও সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচনের দাবি জানানো হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার রত্না, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শিল্পী চক্রবর্তী, বাংলাদেশ মহিলা লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা জজ রোকেয়া বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন্নাহার, সাংগঠনিক সম্পাদক দীপিকা সমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক লিপি বেগম প্রমুখ নেতৃবৃন্দ। তাছাড়াও সভায় মহিলা শ্রমিক লীগের কর্মীবৃন্দ ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু; সহ-সভাপতি রেখা চৌধুরী ও সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না ।

নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের উপরে গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদসহ সকল কমিটিতে নারীর অর্ন্তভূক্তি ও তাদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেন। দলীয় রাজনীতির সাথে সাথে নারীর এজেন্ডাকে আরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনার জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানান।

মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী এবং নারী বান্ধব সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নারীদের নিজেদের এলাকায় কাজের মধ্য দিয়ে রাজনীতিতে জায়গা করে নিতে হবে। রাজনীতিতে অংশগ্রহণকালে একজন নারী বাধার সম্মুখীন হয় প্রথমে পরিবার থেকে, তারপর সমাজ ও রাজনীতিতে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নারীর উন্নয়ন, চিন্তা চেতনার প্রতিফলন বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত হচ্ছে। নানান কারণে সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, তার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীর মনোনয়ন দিতে হবে, তাদের সিদ্ধান্তগ্রহণের শক্ত অবস্থান থাকতে হবে। তারা কেন্দ্রের সাথে তৃণমূলের সম্পর্ক আরও জোরদার করতে নির্বাচনে জেলাভিত্তিক মনোনয়ন দেয়ার উপর গুরুত্বারোপ করেন। নারীর মতামত প্রকাশের জন্য সুষ্ঠুভাবে ভোটদানের অধিকার থাকতে হবে। পুরুষতান্ত্রিকতার বেড়াজাল থেকে মুক্ত করে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। ক্ষমতায়নের জন্য সচেতন হতে হবে ঐক্যবদ্ধবভাবে। নারীর ক্ষমতায়নের জন্য প্রযুক্তিগত বিষয়ে সচেতন হতে হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। রাজনীতির বিভিন্ন পদে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে নারীদের এগিয়ে আসতে হবে। সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচন হতে হবে। নারী সাংসদের ও পুরুষ সাংসদদের ক্ষমতা একই হতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশের নারীর উন্নয়নে নারী আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা আছে। আজকের সমাজকে ক্রমাগত নারীবিদ্বেষী করে তুলছে সাম্প্রদায়িক গোষ্ঠী, সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনে জনগণের ভোটে নির্বাচনের দাবি জানান তিনি। রাজনীতিকে ক্ষমতার রাজনীতির সিন্ডিকেট থেকে মুক্ত করে রাজনীতির কেন্দ্রে মানুষকে ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোখ দেখেই বুঝে নিতে পারেন শরীরে কী রোগ হয়েছে

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে ১৯ জনের মৃত্যু, বাঁচার উপায় কী

গাজায় চালু থাকা কয়েকটি হাসপাতালের কাছে হামলা, নিহত ১৯

আজ রাজধানীতে বিক্ষোভে নামছে জামায়াতসহ ৭ দল, জেনে নিন সময়-স্থান

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

১০

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

১১

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

১২

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

১৫

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

১৬

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

১৭

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১৮

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৯

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X