কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে না’

বাংলাদেশ মহিলা আ.লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা
বাংলাদেশ মহিলা আ.লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা। ছবি : কালবেলা

রাজনীতিতে নারীর অংশগ্রহণকে স্বাগত জানালেও এখনো রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। নির্বাচনে অধিক সংখ্যক নারীর অংশগ্রহণ ও সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচনের দাবি জানানো হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের সাথে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার রত্না, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বাড়ৈ, মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শিল্পী চক্রবর্তী, বাংলাদেশ মহিলা লীগের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা জজ রোকেয়া বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. জেবুন্নাহার, সাংগঠনিক সম্পাদক দীপিকা সমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক লিপি বেগম প্রমুখ নেতৃবৃন্দ। তাছাড়াও সভায় মহিলা শ্রমিক লীগের কর্মীবৃন্দ ও বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু; সহ-সভাপতি রেখা চৌধুরী ও সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না ।

নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের উপরে গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদসহ সকল কমিটিতে নারীর অর্ন্তভূক্তি ও তাদের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব দেন। দলীয় রাজনীতির সাথে সাথে নারীর এজেন্ডাকে আরও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনার জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানান।

মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী এবং নারী বান্ধব সরকার নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নারীদের নিজেদের এলাকায় কাজের মধ্য দিয়ে রাজনীতিতে জায়গা করে নিতে হবে। রাজনীতিতে অংশগ্রহণকালে একজন নারী বাধার সম্মুখীন হয় প্রথমে পরিবার থেকে, তারপর সমাজ ও রাজনীতিতে। নেতৃত্বে গ্রহণযোগ্যতা একটি বড় বিষয়। নারীর উন্নয়ন, চিন্তা চেতনার প্রতিফলন বর্তমান সরকারের কর্মকাণ্ডে অনেকটাই প্রতিফলিত হচ্ছে। নানান কারণে সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে, তার বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীর মনোনয়ন দিতে হবে, তাদের সিদ্ধান্তগ্রহণের শক্ত অবস্থান থাকতে হবে। তারা কেন্দ্রের সাথে তৃণমূলের সম্পর্ক আরও জোরদার করতে নির্বাচনে জেলাভিত্তিক মনোনয়ন দেয়ার উপর গুরুত্বারোপ করেন। নারীর মতামত প্রকাশের জন্য সুষ্ঠুভাবে ভোটদানের অধিকার থাকতে হবে। পুরুষতান্ত্রিকতার বেড়াজাল থেকে মুক্ত করে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। ক্ষমতায়নের জন্য সচেতন হতে হবে ঐক্যবদ্ধবভাবে। নারীর ক্ষমতায়নের জন্য প্রযুক্তিগত বিষয়ে সচেতন হতে হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। রাজনীতির বিভিন্ন পদে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে নারীদের এগিয়ে আসতে হবে। সংরক্ষিত আসনের সরাসরি নির্বাচন হতে হবে। নারী সাংসদের ও পুরুষ সাংসদদের ক্ষমতা একই হতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশের নারীর উন্নয়নে নারী আন্দোলন ও রাষ্ট্রের ভূমিকা আছে। আজকের সমাজকে ক্রমাগত নারীবিদ্বেষী করে তুলছে সাম্প্রদায়িক গোষ্ঠী, সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনে জনগণের ভোটে নির্বাচনের দাবি জানান তিনি। রাজনীতিকে ক্ষমতার রাজনীতির সিন্ডিকেট থেকে মুক্ত করে রাজনীতির কেন্দ্রে মানুষকে ফিরিয়ে আনতে হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

বাবাকে গ্রেপ্তারের সময় কান্নারত শিশুকে চড়, তদন্তে পুলিশ

সুতা শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ: জরুরি নীতি সহায়তার দাবি

নির্বাচনে সব দলকেই অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

হাতিরঝিলে ‘ফানটাস্টিক হেব্বি এনার্জি হাফ ম্যারাথন’ অনুষ্ঠিত

সহজেই তৈরি করে নিন হোয়াইট সস

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

আয় কমছে আয়ুষ্মান-রাশমিকার ঠাম্মার

চিকিৎসকের আত্মহত্যা, হাতে লেখা দুই নামের একজনকে ধরল পুলিশ

লোহাগড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান

১০

স্বরাষ্ট্র উপদেষ্টা / বিমানবন্দরে আগুনের ঘটনা খতিয়ে দেখবে ৪ দেশের বিশেষজ্ঞ দল

১১

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১২

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট, তালিকায় আরও থাকবে না...

১৩

সাগরে নিম্নচাপ, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল আবহাওয়া অফিস

১৪

রিজওয়ানের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রিয়ার ক্রিকেটার

১৫

কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ঘণ্টার সংঘর্ষে বৃদ্ধ নিহত, পুলিশ মোতায়েন

১৭

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার

১৮

১৪৩ দিনে কোরআনে হাফেজ ৯ বছরের শিশু 

১৯

সৌম্যর টি-টোয়েন্টি দলে না থাকার কারণ জানাল বিসিবি

২০
X