দেশের বড় দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে দুই হাজার আনসার সদস্যকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর উপসচিব মো. রাশেদ হোসেন চৌধুরীর সই করা এক আদেশে এ কথা বলা হয়।
আদেশে বলা হয়, শনিবার ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্যান্ডবাই (প্রস্তুত) রাখতে হবে।
এক দিনের জন্য এসব আনসার সদস্যকে সকাল ৮টা থেকে রাজধানীর খিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রস্তুত রাখতে সব কার্যক্রম গ্রহণ করার কথাও আদেশে বলা হয়েছে।
মন্তব্য করুন