রাজধানীর সদরঘাট টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (৩০ জুন) ১২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১১টার দিকে এ লঞ্চে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি জানান, সদরঘাটে থাকা ময়ূর-৭ লঞ্চে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
জানা গেছে, ময়ূর-৭ নামের ওই লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। এতে কোনো যাত্রী ছিল না। ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন