বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন ‘মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’ (এম-ট্যাব)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দবির উদ্দিন তুষার। এর আগে তিনি এ সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক আবুল কাশেম আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে এ্যাম-ট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লবকে সম্প্রতি পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এমতাবস্থায় আন্দোলন-সংগ্রামকে গতিশীল রাখার লক্ষ্যে এম-ট্যাব কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দীন তুষার সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং এম-ট্যাব কেন্দ্রীয় সভাপতি এ কে মুসা এ বিষয়টি অনুমোদন করেছেন।
মন্তব্য করুন