কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের নামে মামলা হয়তো বাহবা পাওয়ার জন্য : পররাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। ছবি : পিআইডি
মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান। ছবি : পিআইডি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য হয়তো কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মূল উদ্দেশ্য কী, আমরা তা জানি না। বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বিষয়টি উনাদের জিজ্ঞেস করুন। সম্প্রতি মার্কিন ভিসা নীতি প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন তিন বাংলাদেশি।’

মঙ্গলবার (৪ জুলাই) এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

এ সময় ড. মোমেনকে সাংবাদিকরা বলেন, মার্কিন আদালতে যারা মামলা করেছেন, তারা সামাজিক পরিচয়ে আওয়ামীলীগার। জবাবে মন্ত্রী বলেন, তারা সত্যি আওয়ামী লীগের সমর্থক, নাকি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করে? আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় যারা আগে জামায়াত ও অন্যান্য দলের সমর্থন করত, তাদের মধ্যে অনেকে এখন নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দেয়। আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে তা দেখিয়ে বলবে, আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক ক‌রে।

আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা রোহিঙ্গা গণহত্যার বিচারে লজিস্টিক সাপোর্ট চেয়েছেন। আমরা তা দেব বলেছি। একই সঙ্গে এটাও বলেছি, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন ও গণহত্যার বিচারের পাশাপাশি আইসিসিকে সব গণহত্যার বিচার করা উচিত। এক প্রশ্নের জবাবে রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় তাদের প্রত্যাবাসনে কোনো বাধা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আইসিসির প্রধান কৌঁসুলি চার দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসেন। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় দফায় তিনি বাংলাদেশে এলেন। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন করিম খান।

সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বুধবার (৫ জুলাই) তিনি কক্সবাজার যাবেন। সেখানে তিনি দুদিন অবস্থান করবেন। সে সময় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

জানা গেল কবে বিয়ে করবেন রোনালদো, কোথায় হবে অনুষ্ঠান

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

১০

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

১১

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

১২

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১৩

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

১৪

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

১৫

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

১৬

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৭

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৮

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

১৯

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X