আগামী ২১ ও ২২ জানুয়ারি দুই দিন মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (১৪ জানুয়ারি) প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ স্বাক্ষরীত চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ মোতায়েন প্রসঙ্গে দেয়া চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর চার পাশের নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, মেঘনাসহ নদীর দূষণ ও বর্জ্য নিষ্কাশনরোধ, অবৈধ দখল, স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ ভরাট অপসারণের লক্ষ্যে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনার ধারাবাহিকতায় মেঘনা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চরচাষি মৌজা থেকে চরজারিরা মৌজা পর্যন্ত মেঘনা নদীর তীরভূমীতে গড়ে ওঠা অবৈধ দখল/স্থাপনা উচ্ছেদ ও ভরাট অপসারণে আগামী আগামী ২১ ও ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ উচ্ছেদ কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করবে।
মন্তব্য করুন