সম্প্রতি দশজন চিকিৎসককে বিভিন্ন স্থানে বদলির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার (১৭ জানুয়ারি) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ড্যাব সমর্থিত ১০ জন চিকিৎসককে তাদের কর্মস্থল থেকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের বিভিন্ন জায়গায় শাস্তি স্বরূপ পদায়ন করা হয়েছে। এ ঘটনার মাধ্যমে প্রথিতযশা চিকিৎসকদের অবমূল্যায়ন করা হয়েছে।
নেতৃদ্বয় এর নিন্দা জানিয়ে বলেন, আমরা চিকিৎসকদের শুধু রাজনৈতিক কারণে পদায়ন বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে তাদের পূর্বের কর্মস্থলে পুনরায় বহাল করার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলেও অভিমত প্রকাশ করেছেন তারা।
মন্তব্য করুন