বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর উচ্চতর পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।
একইসঙ্গে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোয় নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির এ পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল কাইউম সরকার।
মন্তব্য করুন