ভাষার মাসে সম্প্রীতির বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আমার ভাষা আমার শক্তি’- শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারিতে) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এ ছাড়াও আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. বিশ্বজিত ঘোষ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. রতন সিদ্দিকি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিত চন্দ, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া আহমেদ, সাবেক সচিব নববিক্রম কিশোর ক্রিপুরা, ড. হামিদা আক্তার, অধ্যাপক ড. পবিত্র সরকারসহ বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে ড. কামাল আবদুল নাসের বলেন, প্রাচীনকাল থেকে এই অঞ্চলের মানুষ তাদের ভাষার জন্য লড়াই করেছে। কিন্তু বঙ্গবন্ধু সেই লড়াইকে সফল ও স্বার্থক করেছেন। এখনও আমাদের ভাষার ওপর আক্রমণ হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার জন্য তিনি নানা উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষা রক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এবং আরও কিছু উদ্যোগের পরিকল্পনা রয়েছে। যার ফলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার ক্ষেত্র বাড়বে।
মন্তব্য করুন