২০২৪-২৫ অর্থবছরের জেন্ডার বাজেট পরিকল্পনা আগের তুলনায় গুরুত্ব পেয়েছে। উন্নয়ন এবং পরিচালন উভয় বাজেটে জেন্ডার-সংশ্লিষ্ট বরাদ্দ বাড়ানোর প্রবণতা দেখা গেছে।
নতুন অর্থবছরের পরিচালন বাজেটে ১ লাখ ৬৫ হাজার ৪৮ কোটি টাকা এবং উন্নয়ন বাজেটে ১ লাখ ৬ হাজার ৭৭১ কোটিসহ জেন্ডার-সংশ্লিষ্ট বাজেটে বরাদ্দ ২ লাখ ৭১ হাজার ৮১৯ কোটি টাকা দাঁড়িয়েছে। যা মোট বাজেটের ৩৪ দশমিক ১১ শতাংশ। জিডিপির শতাংশেও জেন্ডার-সংশ্লিষ্ট এই বরাদ্দ বাড়ানো হয়েছে।
জেন্ডার বাজেটের গুরুত্ব বুঝাতে ‘সমতার পথে অগ্রযাত্রা’ শিরোনামে প্রতিবেদনে বলা হয়, সরকার নারীদের দক্ষ কর্মশক্তিতে রূপান্তরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। শিক্ষার মান উন্নয়নের সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শিশুর সংখ্যা বেড়েছে ১ কোটি ৭০ লাখ, যাদের মধ্যে ৪৯ দশমিক ৪ শতাংশ কন্যা শিশু।
এর কারণ হিসেবে উপবৃত্তি ও স্কুল ফিডিং প্রোগ্রামকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে, যা সরাসরি তাদের মায়েদের অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হয়ে থাকে।
জেন্ডার সংবেদনশীল বাজেটের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্সের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে নারীর অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
এ ছাড়া নারীকে মূল কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করা এবং পুরুষের তুলনায় নারীর আয়-বৈষম্য দূর করার লক্ষ্যে গুরুত্ব আরোপ করার বিষয়টিও চলমান।
মন্তব্য করুন