কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিককে ন্যায্য মজুরি দিলেও লাভ মালিকের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ২৩ অক্টোবর (সোমবার) ‘শ্রমিকদের প্রস্তাবের অর্ধেক মজুরি দিতে চান গার্মেন্টস মালিকরা’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

শ্রমিককে ন্যায্য মজুরি দিলেও লাভ হবে মালিকের। কারণ, এতে শ্রমিক ন্যায্য শ্রম দেওয়ার প্রতি মনোযোগী হবে। বাড়বে উৎপাদন। কারখানায় শ্রমিক অসন্তোষ হবে না। অপরদিকে ন্যায্য মজুরি বঞ্চিত শ্রমিক বর্তমান বাজারে নিজের মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এতে তিনি কাজের প্রতি মনোযোগী হতে পারছেন না। এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে পাঠকরা লেখেন,

সেকান্দার মানিক : মালিক শ্রমিক একে অপরের পরিপূরক। অনেক দেশের তুলনায় আমাদের দেশের শ্রমিকের বেতন কম। আমরা চাই শ্রমিকরা উপযুক্ত বেতন পাক। বিনিময়ে শ্রমিক দিক ন্যায্য শ্রম। মালিক ও শ্রমিকের সুসম্পর্কে আরো বৃদ্ধি হোক আমাদের গার্মেন্টস শিল্প।

লালন মিয়া : উন্নত দেশগুলোতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার, সুশীল সমাজ বিশেষ অবদান রাখে। আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার মতো কেউ নেই। সরকার পেট মোটা করছে মালিক পক্ষের। আর সুশীল সমাজকে আটকিয়ে রাখছে ডিজিটাল আইনের ধারার ভিড়ে। দেশকে উন্নয়ন করতে হলে দেশের শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

মো. আশেক আশেক : মালিকদের এই সিদ্ধান্ত শ্রমিকদের জন্য মেনে নিতে কষ্ট হবে। দেশের বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে শ্রমিকরা খাবে কী আর চলবে কী করে। সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণ করা, না হয় গার্মেন্টস মালিকদের সঙ্গে বসে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা। এভাবে একটা দেশ চলতে পারে না। মালিকদের বিভিন্নভাবে সুবিধা দিয়ে ‘কলাগাছ থেকে ভড়গাছ’ বানাবেন আর শ্রমিকদের পথে বসাবেন, এইটা হতে পারে না। শ্রমিকদের পরিশ্রমের মজুরি সঠিকভাবে দিতে হবে।

বিলাল হোসাইন রিয়াদ : শ্রমিকরা যেমন ন্যায্য পারিশ্রমিক পাওয়ার হকদার, মালিকদেরও সেটা দেওয়ার সামর্থ্য থাকা দরকার। গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিক-মালিক উভয়ের দিকেই খেয়াল রাখতে হবে। আমার মতে সর্বনিম্ন পারিশ্রমিক ১৫-১৬ হাজার টাকা হওয়া উচিত।

সাফায়াত জামিল মাহির : শ্রমিকদের বেতন বাড়ানোর দাবির পেছনে কাজ করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অবনতি। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে বাজার অস্থিতিশীল হয়ে উঠাতে পরিবারে চালানোতে হিমশিম খাচ্ছে শ্রমিকশ্রেণির মানুষ। বেতন না বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি হ্রাস করাটাই সমাধান হবে বলে মনে করি।

মো. তানবীর আলম : ১০ হাজার ৪০০ টাকা দিয়ে একজন মালিক কত দিন চলতে পারবে, এমন একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে শ্রমিকদের প্রকৃত মজুরি কত হওয়া উচিত সেই উত্তরটি। বর্তমানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির বাজারে ২০ হাজার টাকা দিয়ে এক মাস একটি সংসার চালানো প্রায় অসম্ভব।

মীর কাশেম : গার্মেন্টস সেক্টরে বাংলাদেশে শিল্পবিপ্লব ঘটিয়েছেন শ্রমিকরা। জাতীয় আয়ের সিংহভাগ তাদের ঘামঝরা শ্রমে অর্জিত। অথচ মজুরি হিসেবে যা বেতন দেওয়া হয়, তা খেয়েপরে সুস্থ জীবনযাপনে যথেষ্ট নয়। জাতীয়, আন্তর্জাতিক আইনকানুন মতে, ন্যায্য মজুরি পাওয়া শ্রমিকের অধিকার। যথাযথ মজুরি ও মর্যাদা দেওয়া মালিকের কর্তব্য। শিল্প প্রতিষ্ঠানের স্বার্থেই গরিব শ্রমিকের হক না মেরে ন্যায্য মজুরি ও মর্যাদা দিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা উচিত। তাহলে শ্রমিক অসন্তোষ থাকবে না। শ্রমিক বিদ্রোহে প্রতিষ্ঠান বন্ধ হবে না।

মো. আবদুল হামিদ : একজন শ্রমিক এত অল্প টাকা দিয়ে কীভাবে দিন চালাবে? অনেকেই ইতিমধ্যে শহর ছাড়া শুরু করে দিয়েছে। সবাই বেতন বৃদ্বির দাবি করলেও ব্যবসায়ীদের লাভ বড় করে দেখা হয়। সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করুন। অন্তত তারা যেন সংসারটা চালাতে পারে।

জোবায়ের আহমেদ : এমনিতেও এই দেশে শ্রমিক আইন মানা হয় না। ৮ ঘণ্টা কাজের জায়গায় ১২-১৪ ঘণ্টা ডিউটি। কিন্তু মজুরির বেলায় চরম কৃপণতা। এটা চরম জুলুম। যখন ক্ষমতাসীন পার্টির কর্মীরা আসে তখন তাদের তারা ঠিকই খুশি করে দেয় কিন্তু যাদের শ্রমে-ঘামে এত কিছু তাদের বেলায় অজুহাত।

মোস্তাকিম মোস্তাক : সব কিছুর দিক বিবেচনা করে শ্রমিকদের মজুরি ২২ হতে ২৩ হাজার টাকা করা হোক। তাহলে জীবনযাত্রার মান উন্নত হবে।

মো. শাহ জামাল : বাংলাদেশে সব কিছুর দাম বেশি। কিন্তু আমাদের শ্রমিকের দাম কম। আমার অধিকার চাই, আমার নিরাপত্তা চাই।

মো. মোফাজ্জল হোসাইন : বর্তমান বাজারমূল্য বিবেচনা করলে একজন শ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা প্রয়োজন।

রিফাত খান : শ্রমিকদের কষ্ট কেউ বোঝে না। তারা তাদের ন্যায্য দাম চাইছে। মালিকরা এক মাস শ্রমিক হয়ে কাজ করুক, সংসার চালাক; তারপর বুঝবে শ্রমিকরা কেন তাদের ন্যায্য দাম চাচ্ছে।

শহিদুল ইসলাম : ১০ হাজার ৪০০ টাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতিরিক্ত দ্রব্যমূল্য এবং অন্যান্য খরচের কথা বিবেচনা করে ১৫ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা প্রয়োজন।

নুর আহমাদ সিদ্দিকী : গার্মেন্টস মালিকরা শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দেয় না। মালিকদের কাছে শ্রমিকদের জীবনের কোনো দাম নেই। মালিকের চাওয়া হলো টাকা। উৎপাদন বাড়লে মুনাফা বাড়বে। তারা শ্রমিকের সুখ-অসুখ বোঝে না। বোঝে শুধু উৎপাদন।

গ্রন্থনা : আব্দুল্লাহ আল মাছুম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না : চরমোনাই পীর

ওমরাহ করে ফিরেছেন রইস উদ্দিন, সাক্ষাৎ করতে গেলেন অপু বিশ্বাস

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা লড়াই করেছি : মো. শাহজাহান

৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে 

স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারকারী স্বামীকে নিয়ে হাদিসে যা বলা হয়েছে

এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

গলায় ম্যাজিক বল আটকে শিশুর মৃত্যু

সন্তান-স্ত্রীসহ সাবেক এমপি সালাহ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

১০

জুলাই সনদের কয়েকটি দফা নিয়ে বিএনপির আপত্তি আছে : সালাহউদ্দিন

১১

রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

অল্পের জন্য রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী

১৩

এআই ভিডিও দিয়ে অপপ্রচার, দাবি বিএফআইইউর প্রধানের

১৪

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

১৫

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

১৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

১৭

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

১৮

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৯

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

২০
X