শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আমার ব্র্যাক আমার অহংকার

স্যার ফজলে হাসান আবেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ছবি : সংগৃহীত
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ছবি : সংগৃহীত

ব্র্যাক মানে সুবৃহৎ সংস্থা বিশ্বসেরা এনজিও ব্র্যাক মানে আবেদ ভাইয়ের নিরলস নেতৃত্ব তার স্যার উপাধি প্রাপ্তি ব্র্যাক মানে একনিষ্ঠ কর্মীবাহিনী চার মূল্যবোধের প্রতি অবিচল আস্থা ব্র্যাক মানে ‘ওয়ার্ল্ডস বেস্ট কেপ্ট সিক্রেট’

ব্র্যাক মানে স্বাধীনতা যুদ্ধে পুড়িয়ে দেওয়া শাল্লার পিরিজাবালার বসতবাটি পুনঃনির্মাণ ব্র্যাক মানে চুয়াত্তরে দুর্ভিক্ষপীড়িত রৌমারীতে ক্ষুধার্তদের ত্রাণ বিতরণ ব্র্যাক মানে মানিকগঞ্জের মাটিকাটা আলেকজানের জীবন পরিবর্তনের আলেখ্য ব্র্যাক মানে ক্কদবানুর অসমাপ্ত ‘বিপ্লব’ পাওলো ফ্রেইরির মতবাদের বাস্তব রূপ

ব্র্যাক মানে আয়েশা আবেদ ফাউন্ডেশনের হাজারো নারীকর্মী ব্র্যাক মানে আড়ংয়ের বাষট্টি হাজার কারুশিল্পীর কর্মযজ্ঞ ব্র্যাক মানে ডায়রিয়া থেকে লক্ষ শিশুর জীবন রক্ষা – ‘এ সিস্পল সলিউশন’ ব্র্যাক মানে ব্র্যাক স্কুলে হাসিখুশি শিশু ব্র্যাক মানে আদিবাসীর মাতৃভাষায় জ্ঞানার্জন ব্র্যাক মানে ব্র্যাক স্কুলের শিক্ষার্থী মোহন মিয়ার তুরস্কের রাষ্ট্র প্রধানের পুরস্কার গ্রহণ ব্র্যাক মানে হাজারো স্বাস্থ্যসেবিকার সেবা ব্র্যাক মানে যক্ষা রোগের অন্তিমগীতি ব্র্যাক মানে পাকাকলার ভেতরে ভ্যাকসিন ঢুকিয়ে পোলট্রি বিপ্লব।

ব্র্যাক মানে ‘থিঙ্ক অ্যাহেড অফ টাইম’ ব্র্যাক মানে অতিদরিদ্রের ঘরে টিনের চাল ব্র্যাক মানে ক্ষুদ্রঋণের রূপান্তর, নারীর ক্ষমতায়ন ব্র্যাক মানে মাইক্রোফাইন্যান্সের শক্ত ভিত্তি ব্র্যাক মানে আর্থিক স্বাবলম্বন।

ব্র্যাক মানে আমিনভাই ‘ফিল্ড মার্শাল’ ব্র্যাক মানে সুখেনদা’র ‘ওটেপ’ ব্র্যাক মানে কানিজ আপার ‘ব্র্যাক স্কুল’।

ব্র্যাক মানে মাস শেষ হওয়ার আগেই কর্মীর মাইনে ব্র্যাক মানে হাজারো কর্মীর নিজস্ব বাসস্থান ব্র্যাক মানে দেশে-বিদেশে প্রশিক্ষণের সুযোগ ব্র্যাক মানে কর্মীর স্বাস্থ্যবিমা ব্র্যাক মানে রোদ-বৃষ্টি উপেক্ষা করা মাঠকর্মীর টার্গেট অর্জন। ব্র্যাক মানে দক্ষিণ সুদানে হাবিবের আত্মদান

ব্র্যাক মানে ব্র্যাক সেন্টার, সুরম্য অট্টালিকা ব্র্যাক মানে ক্যান্টিনের টাটকা লাঞ্চ ব্র্যাক মানে নাগরিক সমাজের কণ্ঠ ব্র্যাক মানে উন্নয়নের নিত্য নতুন মডেল ব্র্যাক মানে শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষকতা।

ব্র্যাক মানে মহাকাশে ‘ব্র্যাক অন্বেষা’ ব্র্যাক মানে লক্ষ গার্মেন্টস কর্মীর ‘বিকাশ’ যোগ ব্র্যাক মানে সিডর, বন্যা দুর্যোগে ঝাঁপিয়ে পড়া ব্র্যাক মানে রোহিঙ্গা শিশুর ‘সেফ স্পেস’ ব্র্যাক মানে আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়া ব্র্যাক মানে উগান্ডার কিশোরীর ক্ষমতায়ন।

ব্র্যাক মানে মার্টি চেন-এর ‘এ কোয়াইট রেভ্যুলিউশন’১০ ব্র্যাক মানে আরইডি-র ‘এ টেল অব টু উইংস’১১ ব্র্যাক মানে গবেষণা-এভিডেন্স অঙ্গীকার ‘লার্নিং অর্গানাইজেশন’ ব্র্যাক মানে কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম বাংলাদেশি প্রফেসর ব্র্যাক মানে আমেরিকার কাউন্সিল অন ফরেন রিলেশন্স-এ ‘এ নিউ হরাইজন’ দেখে উদ্দীপিত দর্শকশ্রোতা ব্র্যাক মানে বিল গেটসের ব্র্যাক স্তুতি ব্র্যাক মানে চন্দ্র শেখর ঘোষের ‘বন্ধন ব্যাংক’১২। ব্র্যাক মানে বাংলাদেশের সুউচ্চ ভাবমূর্তি ব্র্যাক মানে এক অসাম্প্রদায়িক সমাজ ব্র্যাক মানে ‘মানুষে মানুষে নেই কোনো ভোদাভেদ’ বিশ্বের সব অবহেলিতের ধন, আশা-ভরসার স্থল। ব্র্যাক মানে সবাই মিলে এগিয়ে চলা। আমার ব্র্যাক আমার অহংকার।

[কবি শামসুর রাহমানের অমর সৃষ্টি ‘স্বাধীনতা তুমি’ কবিতার বাগভঙ্গি দ্বারা অনুপ্রাণিত]

১. জেনেভাস্থিত “NGO Advisor” সাময়িকীর র‍্যাঙ্কিং অনুসারে গত সাত বছরে ৬ বারই ব্র্যাক ‘Best NGO’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২. ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ ২০১০ সালে বিলাতের রানি কর্তৃক ‘স্যার’ উপাধি প্রাপ্ত হন। ১৯৪৭-এ দেশ বিভাগের পর এই প্রথম ভারতীয় উপমহাদেশের কেউ এই সম্মানে ভূষিত হন।

৩. ব্র্যাকের চার মূল্যবোধ হলো: সততা ও নিষ্ঠা, সৃজনশীলতা ও উদ্ভাবনী মনোভাব, সার্বজনীনতা, এবং কার্যকারিতা।

৪. দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকা ‘অজানা’ ব্র্যাককে এ ভাবে বর্ণনা করেছিল।

৫. সত্তুর দশকে ব্রাজিলিয়ান দার্শনিক পাওলো ফ্রেইরির ধারণাকে ব্র্যাক বাস্তবে রূপ দেবার চেষ্টা করেছিল। উদ্দেশ্য গরিব ও অবহেলিতদের ক্ষমতায়ন ও জাগরণ। গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল ভূমিহীনদের সংগঠন। বৃহত্তর পরিসরে এ লক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল একটি সচিবালয় যার নেতৃত্ব দিয়েছিলেন ক্কদবানু নামে এক তুখোড় নারী। সময় এবং পারিপার্শ্বিকতার বিবর্তনে ক্কদবানুদের ‘বিপ্লব’ মাঝপথেই থেমে যায়।

৬. মোহন মিয়া ছিল হবিগঞ্জের ব্র্যাক প্রাথমিক স্কুলের এক ছাত্র। ব্র্যাক স্কুলে সনাতন পড়াশোনার সাথে নাচগান শেখানো হয়। ২০১৬ সালে এক জাতীয় ডলের সাথে সে তুরস্ক যায়। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোয়ান নাচে অসামান্য কৃতিত্বের জন্য এক বিশেষ পুরস্কার প্রদান করেন।

৭. আমিনুল আলম ছিলেন ব্র্যাকের এক একনিষ্ট কর্মী। ২০১০ সালে তার অকাল মৃত্যুর পর লিখিত এক নিবন্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মার্টি চেন তাকে ব্র্যাকের ‘ফিল্ড মার্শাল’ বলে আখ্যায়িত করেছিলেন।

৮. ২০১৬ সালে দক্ষিণ সুদানে কর্মরত অবস্থায় নিজ ড্রাইভারের ছুরিকাঘাতে প্রাণ হারান শিক্ষা কর্মসূচির হাবিবুর রহমান। কর্মাবস্থায় মৃত্যুবরণকারী অনেক সহকর্মীদের মধ্যে হাবিব একজন।

৯. ‘ব্র্যাক অন্বেষা’ বাংলাদেশের প্রথম নানোস্যাটেলাইট যা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে নিক্ষেপ করে।

১০. ব্র্যাকের নারী ক্ষমতায়ন বিষয়ে লিখিত মার্টি চেনের গবেষণা মূলক গ্রন্থ।

১১. বাংলাদেশের মাঠপর্যায়ের স্বাস্থ্যব্যবস্থার ওপর লিখিত একটি কালজয়ী গ্রন্থ।

১২. ‘বন্ধন ব্যাংক’ ২০১৫ সালে প্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী এবং দ্রুত সম্প্রসারণশীল একটি অনন্য ভারতীয় ব্যাংক। এর প্রতিষ্ঠাতা চন্দ্র শেখর ঘোষ ক্ষুদ্রঋণ বিষয়ে সম্যক অভিজ্ঞতা লাভ করেন বেশ কিছু সময় ব্র্যাকে কাজ করার মধ্য দিয়ে।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১০

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১১

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১২

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৩

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৪

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৫

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৭

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৮

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৯

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

২০
X