তানজিনা তাবাস্সুম নোভা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সারা বছরই ঠান্ডা থাকে সৌদি আরবের যে ৪ স্থানে

সৌদি আরবে আগস্ট মাসে মরুর তাপ সর্বোচ্চ থাকে। ছবি : সংগৃহীত
সৌদি আরবে আগস্ট মাসে মরুর তাপ সর্বোচ্চ থাকে। ছবি : সংগৃহীত

সৌদি আরবে শীত পড়ে জানুয়ারিতে, আগস্ট আসতে আসতে অনুভূত হয় মরুভূমির তাপ; এরপরই তাপ কমতে থাকে। দেশটির ৬৬টি শহরের সবগুলোই ভীষণ বিচিত্র। কোনোটি বিশাল পাহাড় দিয়ে ঘেরা, কোথাও বা যেতে হলে পাড়ি দিতে হয় মরুভূমি, কোনোটি আবার সমুদ্রতীরে। কোনো কোনো জায়গা আবার গ্রীষ্মকালেও থাকে আরামদায়ক শীতল। এই তালিকায় আছে তাইফের মেঘাচ্ছন্ন উপত্যকা এবং আসির প্রদেশের ৩টি জায়গা।

তাইফ : চোখ বন্ধ করে একটি গোলাপ রাজ্য কল্পনা করুন; নানা রঙের গোলাপে ছেয়ে যাওয়া প্রান্তর আর বাতাসে গোলাপের মিষ্টি গন্ধ। কল্পনার এই রাজ্যের বাস্তব নাম তাইফ। সৌদি আরবের হিজাজ পাহাড়ের চূড়ায় অবস্থিত শীতল এক জায়গা। গোলাপের স্বর্গরাজ্য এ শহরে আছে দুই হাজারেরও বেশি গোলাপ খামার। ফুলেল প্রকৃতির সঙ্গে এখানে মিলেছে অনন্য সব আরবীয় ইতিহাস।

আঁকাবাঁকা কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে উঠে গেলে দেখা মিলে আল হাদাহ পাহাড়ের চোখ ধাঁধানো রূপ। ঘোড়ায় চড়ে বেড়াতে পারবেন ১৫শ বছরের পুরোনো ঐতিহাসিক হস্তশিল্প ও বাণিজ্যিক পটভূমি সউক ওকাজ। তাইফের উজ্জ্বল ইতিহাসের সাক্ষী শুভ্রা প্যালেস জাদুঘর। শহুরে আমোদের একফাঁকে চলে যেতে পারেন সেখানকার স্ট্রবেরি বাগানে; চেখে দেখতে পারেন আরবীয় স্ট্রবেরির স্বাদ।

আভা : সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী আভা। পাহাড়ঘেরা এক শহর। সেজন্যই হয়ত আরবের গরম এখানটায় তেমন অনুভূত হয় না। তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরোয় না খুব একটা। অন্যদিকে পাহাড়ি বাতাসও শীতল। আর বছরজুরে বৃষ্টি তো আছেই। এমন সতেজ আবহাওয়ায় ঘুরে বেড়াতে পারেন আভার আলবাস্তা জেলা ঐতিহ্যবাহী বাজার আর আসির জাতীয় উদ্যানে।

কোলাহল থেকে বিরতি চাইলে পাহাড়ের মাঝে আঁকাবাঁকা হাইওয়ে ধরে যেতে পারেন লিওয়ান ফার্মে। ক্যাবল কারে চড়ে দেখে আসতে পারেন সৌদির সবচেয়ে উঁচু জাবাল সৌদা পাহাড়ের চূড়া। মেঘের ভেতরে হেঁটে বেড়ানোর জন্য আছে ফগ ওয়াকওয়ে। কিংবা যেতে পারেন আরজাশ আয়োজনে। আভার যে দিকেই যান আপনার মন ও চোখ দুই-ই জুড়াবে।

রিজাল আলমা : পাহাড়ের উপর প্রায় সাততলা সমান সারি সারি ধূসর কাদামাটির দালান; তাদের জানালার রঙ সাদা। চমৎকার সেগুলোর স্থাপত্যশৈলী। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা স্বীকৃত এই গ্রাম শুধু সৌদিতেই নয়, বিশ্বের অন্যতম সেরা একটি পর্যটন গ্রাম। আভা থেকে মাত্র ৪৫ কিলোমিটারের পথ রিজাল আলমা। অবস্থান আসির প্রদেশেই। রিজাল আলমায় ফুল-মানবদের বসবাস। মাথায় ফুলের টুপি পরে ফুল উৎসব উদ্যাপন করেন তারা। অভিযাত্রীরা অংশ নিতে পারেন সেই উৎসবে। কাসাবাত আল উস টাওয়ারের উপরে দাঁড়িয়ে ডুবে যেতে পারেন আরবীয় গ্রামীণ সৌন্দর্যে। আর ৪০টি ভিন্ন স্বাদের মধু চেখে দেখতে চাইলে যেতে পারেন আল আমি মধু কুটিরে।

আল নামাস : জায়গাটির আরেক নাম, কুয়াশার শহর। এর অবস্থান সারাওয়াত পাহাড়ের চূড়ায়। আভা থেকে দুই ঘণ্টার পথ। কোলাহলমুক্ত সবুজ শহর আল নামাস। পাহাড়ি সতেজতা এর অন্যমত আকর্ষণ। সারা বছরই ঠান্ডা থাকে এখানকার আবহাওয়া।

পাহাড়ি ঝরনা, নৈসর্গিক প্রকৃতি, শান্ত পরিবেশ, অসাধারণ আতিথেয়তা, ঐতিহাসিক স্থাপত্য, ইতিহাস সংবলিত জাদুঘর, আর সবুজ উদ্যান, ইত্যাদি মিলিয়ে আল নামাস দেখার মতো এক জায়গা।

তানজিনা তাবাসসুম নোভা : ফ্রিল্যান্স লেখক ও অনুবাদক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন?

আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

বিএনপি ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থান করা হবে : তৃপ্তি

গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের

নির্বাচনের তপশিল ঘোষণা, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে

৩০ ঘণ্টায়ও দেখা মেলেনি সাজিদের, না পাওয়া পর্যন্ত চলবে অভিযান

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার যোগাযোগ নেই : কৃষ্ণ নন্দী

তপশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 

ক্যাম্প ন্যুতে সহিংসতা, ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে কঠোর শাস্তি বিবেচনা করছে উয়েফা

তপশিল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া

১০

ইকোফ্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন ঋতুপর্ণা চাকমা

১১

স্মার্টফোনে নিজে থেকেই ডাউনলোড হচ্ছে বিভিন্ন অ্যাপ, যেভাবে বন্ধ করবেন

১২

সন্ধ্যায় স্বর্ণের দাম কমলো, রুপার বাজারে নতুন রেকর্ড

১৩

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর 

১৪

তপশিল ঘোষণার পর জামায়াতের প্রতিক্রিয়া

১৫

ম্যানইউয়ে যাচ্ছেন রামোস!

১৬

তপশিল ঘোষণায় যা যা বললেন সিইসি

১৭

তপশিল ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া

১৮

কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি ডোনাল্ড ট্রাম্পের

১৯

অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ : সিইসি

২০
X