কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশে আসার পথে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ : রিজভী

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নেতারা। ছবি : কালবেলা

ঢাকায় বিএনপির মহাসমাবেশ অংশ নিতে যেসব নেতাকর্মী ঢাকার বাইরে থেকে রওয়ানা হয়েছেন কোথাও কোথাও তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

এসময় বিএনপির মহাসমাবেশ সফল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা সময়োপযোগী ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে দেশবাসীকে সাহস জোগাবে বলে মন্তব্য করেন রিজভী।

যেসব নেতাকর্মী সারা দেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা এবং মামলার শিকার হয়েছেন তাদের বিবরণ তুলে ধরে রিজভী বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি মিলুসহ পাঁচজনকে আজ ভোর ৫টায় পদ্মা সেতু পার হওয়ার পর বাস থেকে বংশাল থানার পুলিশ গ্রেপ্তার করে। দোহার পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ও পৌর যুবদলের সাবেক সভাপতি লুৎফুর রহমানকে গতকাল রাতে দোহার থেকে পুলিশ গ্রেপ্তার করে।

আরও পড়ুন : আসামির তালিকায় বিএনপির ২ মৃত নেতা

তিনি বলেন, গত ১৮ জুলাই বগুড়ার আদমদীঘি উপজেলা শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন শেষে ফেরার পথে বাস ভাঙচুরের অভিযোগে আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মুহিত তালুকদারসহ ২২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা মামলা দায়ের করেন শাহ ফতেহ আলী পরিবহনের চালক মো. ফেরদৌস।

উল্লেখ্য, পরিবহনের চালক ফেরদৌস বলেন, মামলার এজাহারে আসামিদের বিষয়ে কিছুই জানেন না এবং কোনো আসামিকেও চেনেন না। পুলিশ সাদা কাগজে তার টিপসই নিয়ে এই মামলা সাজিয়েছে। এই মর্মে বাদী কোর্টে অ্যাফিডেভিট করেছেন। তারপরেও পুলিশ আসামিদের বাড়ি বাড়ি তল্লাশি ও হয়রানি করছে।

রিজভী বলেন, গতকাল ২৫ জুলাই রাতে ডেমরা থানা বিএনপি নেতা মো. কবির হোসেন খাঁন ও হাজি মো. হজরত আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। খিলগাঁও থানা অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মকবুল বক্স, খিলগাঁও থানা শ্রমিক নেতা রিয়াজ মাস্টার, যুবদল নেতা হকি ও সিরাজুলকে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন : মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

তিনি বলেন, ঢাকায় আসার পথে মোড়লগঞ্জ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সি এবং মংলা থেকে আসা স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিজান, যুবদল নেতা রনি ও রানাকে যাত্রাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিনকে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তুরাগ থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জমির বক্স, বনানী থানার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিন, রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক মো. এ টি এম অলিউল হাসানাত, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান ও বাড্ডা থানাধীন ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জয়দর আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বারবার জামিন পাওয়া সত্ত্বেও জেল গেইট থেকে পুনরায় পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে অসুস্থ, দীর্ঘদিন কিডনি ডায়ালাইসিস করে আসছেন।

রিজভী জানান, ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা এবং ২২ জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নিহত হয়েছেন দুজন। আহত প্রায় চার হাজার ১০০’র অধিক। গত ১৯ মে হতে অদ্যাবধি পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট মামলা ৩২০টি, মোট গ্রেপ্তার ১ হাজার ৩৯০ জন, মোট আসামি প্রায় দেড় হাজারের অধিক নেতাকর্মী।

আরও পড়ুন : বিএনপির টার্গেট ঢাকা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও জয়নুল আবদীন ফারুক, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আব্দুল খালেক ও ফরহাদ হোসেন আজাদ প্রমুখ।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) রাতে মিরপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে এবং সহতথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ওয়াসিম ইফতেখার কে রাজধানীর ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৭ এলাকায় আজ বায়ুদূষণ মারাত্মক, সুরক্ষায় কিছু পরামর্শ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

ছুটির তালিকা সংশোধনের আহ্বান প্রাথমিক শিক্ষকদের

নাক বন্ধ? আরাম পেতে সহজ কিছু পরামর্শ

লবণের পরিমাণ কম না বেশি, কোনটা ক্ষতিকর

বিপিএল: সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ

ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হলেন কে. এম. মোজিবুল হক

আজ রোদের দেখা মিলবে কি না যা জানা গেল

কতজন সেনা গিয়ে মাদুরোকে তুলে নিয়েছিল, জানাল যুক্তরাষ্ট্র

১০

চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রির হাড় কাঁপানো শীত, জনজীবন স্থবির

১১

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু 

১২

ইরান নিয়ে একাট্টা যুক্তরাষ্ট্র-ইসরায়েল, কী হতে যাচ্ছে সামনে

১৩

রবিউলের লাশ ফেরত দিল বিএসএফ

১৪

জকসু নির্বাচন : ক্যাম্পাসে কড়া নজরদারিতে শিক্ষক-কর্মকর্তারা

১৫

ঠান্ডায় মাংসপেশির ব্যথা: কারণ, করণীয় ও প্রতিরোধের উপায়

১৬

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

বিশ্ববিদ্যালয়ের হলে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিন পালন, ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান

২০
X