কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্যকারীদের বিচারসহ সাত দফা প্রস্তাব ভাসানী অনুসারী পরিষদের

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক সমাবেশ বক্তব্য দেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক সমাবেশ বক্তব্য দেন শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে লুটতরাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা সৃষ্টি করে যারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনাসহ সাত দফা প্রস্তাবনা দিয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক সমাবেশ থেকে দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এই প্রস্তাবনা তুলে ধরেন। দেশে চলমান হামলা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বানে এই সমাবেশ হয়।

প্রস্তাবনাসমূহের মধ্যে রয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা; ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, নিহত আবু সাঈদসহ কোটা আন্দোলনে ‘শহীদ’ ছাত্রনেতাদের বাংলাদেশে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা; রাষ্ট্রের সংস্কার ও শাসন ব্যবস্থার পরিবর্তন করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা; মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের-ই বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষক জিয়াউর রহমানসহ ফোর ফাদার ন্যাশন প্রতিষ্ঠা করা; গণভবন, বঙ্গভবনসহ সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে চার নেতার ছবি টাঙিয়ে মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতাদের উপযুক্ত মর্যাদা প্রদান করা; সকল লুটেরা-পাচারকারীদের লুট ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের আওতায় আনা; এস আলম গ্রুপ, সামিট গ্রুপের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা; গণহত্যার দায়ে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা; যাদের সহযোগিতায় জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা প্রভৃতি।

শেখ বাবলুর সভাপতিত্বে এবং ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

১৩ নভেম্বর ঘিরে নির্দেশনা / রাজধানীর সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা

বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে জামায়াত : কায়কোবাদ 

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় : হেফাজত আমির 

বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

বিহারে এসআইআরের ভয়ে রেকর্ড ভোটার উপস্থিতি, এটা আসলে কী?

১০

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

১১

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

১২

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

১৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

১৪

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

১৫

ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

১৬

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

১৭

নিক্সন চৌধুরীর সহযোগী গ্রেপ্তার

১৮

নির্বাচনকে ঘিরে কিছু মহল ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে : সেলিমা রহমান

১৯

সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করল ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

২০
X