শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পুরোনো ছবি
ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পুরোনো ছবি

কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। তাই ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি (BTRC) যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি (ISP) প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে।

আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী :

- কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস (DDoS) আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

- এই আক্রমণগুলোর লোড কিছু ক্ষেত্রে ৫০০ থেকে ৭০০ গিগা পর্যন্ত হয়, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব।

- ফলে ছোট আইএসপিরা তাদের গ্রাহক হারাচ্ছে এবং বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে।

উল্লেখ্য, ন্যাশনাল আইএসপি কোম্পানিগুলোর কেউ কেউ নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিংয়ের ভুল ব্যাখ্যা করে ছোট আইএসপিগুলোর অস্তিত্ব থাকবে বা এমন ভয় দেখিয়ে একোয়ার করার চেষ্টা করছে, এই প্রক্রিয়াটিকে আমরা অপরাধ হিসেবে গণ্য করছি। নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে যে, ছোট আইএসপিগুলো বর্তমানের অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় অপারেট করতে পারবে, অর্থাৎ আমরা তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারণের সুযোগ দিয়েছি।

পাশাপাশি আইএসপি নবায়নের ক্ষেত্রে ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি কিছুটা বাড়িয়ে তা দিয়ে জেলা (উপজেলাসহ) পর্যায়ের লাইসেন্সকে কিছুটা কম্পেন্সেট করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি, এতে করে ছোট আইএসপিদের লাইসেন্স ফি যৌক্তিকভাবে কমে আসবে কিংবা একই থাকবে, তবে বাড়বে না।

এ বিষয়ে আমাদের পদক্ষেপ :

- মন্ত্রণালয় ও বিটিআরসি (BTRC) যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

- খুব দ্রুতই এ খাতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলে আমরা আশাবাদী।

- একই সঙ্গে, যে কোনো বড় আইএসপি সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা রোধে মন্ত্রণালয়ের তৎপরতা অব্যাহত থাকবে।

ছোট ও আঞ্চলিক আইএসপি-দের জন্য সুসংবাদ :

- নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় ছোট আইএসপি-রা এখন নিজেদের অপারেটিং এলাকা ছাড়াও পুরো জেলায় কার্যক্রম চালাতে পারবে।

- আমরা পরিকল্পনা নিচ্ছি যাতে জেলা পর্যায়ের লাইসেন্স ফি আরও যুক্তিসংগত করা যায় (দরকারে কিছুটা কমিয়ে)—যাতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তারা টিকে থাকতে পারেন।

- আমরা আইএসপিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) হিসেবে বিবেচনা করি, তাই তাদের স্বার্থ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

লাইসেন্সিং ও মূল্যনীতি বিষয়ে অবস্থান :

- সম্প্রতি FTSP মূল্যনীতি ও নেটওয়ার্ক লাইসেন্সিং নিয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে।

- আমরা মন্ত্রণালয় হিসেবে বিটিআরসিকে সম্পূর্ণ সম্মান করি, তাই প্রস্তাবিত FTSP মূল্যনীতি বিষয়ে আমরা এখনই আনুষ্ঠানিক মন্তব্য করব না।

- বরং BTRC থেকে ANSP নির্দেশিকা (Guideline) আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নীতিগত অবস্থান চূড়ান্ত করব।

উল্লেখ্য, BTRC এর প্রস্তাবনায় থাকা সম্ভাব্য ফি/চার্জ গুলোকে এমনভাবে সংশোধন করার চেষ্টা হবে যাবে ইন্টারনেটের দাম মূল্যস্ফীতির ‘বাংলাদেশ ব্যাংক ঘোষিত’ হারের চেয়ে বেশি না হয়।

এখানে রেভিনিউ শেয়ারিং এর বিষয়টিকেও এড্রেস করা হবে। আমরা মনে করি আইএসপি গুলোর SOF (Social Obligation Fund) ফান্ডের আওতায় আসা দরকার। এতে করে এসওএফ ফান্ডের বাইরে থাকা আইএসপি খাত এখান থেকে বেনেফিশিয়ারি হতে পারবে। বর্তমানে আইএসপি কোম্পানি গুলো SOF অনুদান দেয়না বলে তারা এই ফান্ডের সুবিধাভোগী হতে পারছে না। আমরা এটিকে একটি যুগান্তকারী রিফর্ম হিসেবে বিবেচনা করি।

আমাদের প্রতিশ্রুতি :

- বাজার থেকে ছোট আইএসপিদের বের করে দেওয়ার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।

- ডিডস আক্রমণকারীদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

- একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য প্রতিযোগিতামূলক ইন্টারনেট ইকোসিস্টেম নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ডিডস আক্রমণে অভিযুক্ত/অপরাধী প্রতিষ্ঠানগুলোর যেকোনো আবেদন, নবায়ন, নাম পরিবর্তন কিংবা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত শতভাগ বন্ধ থাকবে।

সবশেষ তিনি লেখেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ইন্টারনেটের প্রবেশাধিকার (Access to Internet) কোনো বিলাসিতা নয়—এটি নাগরিক অধিকার যা সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ স্বীকৃত। ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকলেই দেশের ডিজিটাল ইকোনমি টেকসইভাবে বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১০

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

১১

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

১৩

শিবিরের উদ্যোগে জবিতে ‘কাওয়ালি সন্ধ্যা’ 

১৪

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা, আসামি ১৯

১৫

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

১৬

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

১৭

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

১৮

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

১৯

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

২০
X