কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসময় মনে করা হতো, হার্ট ফেইলিওর শুধু বয়স্কদেরই হয়। কিন্তু এখনকার চিকিৎসকরা বলছেন, এই সমস্যা যে কোনো বয়সেই হতে পারে, এমনকি ঘুমের মধ্যেও। হার্ট ফেইলিওর এমন একটি জটিল অবস্থা, যার লক্ষণ ও প্রভাব ব্যক্তি ভেদে ভিন্ন। তাই সময়মতো রোগ চেনা ও প্রতিরোধের জন্য সচেতন থাকা খুব জরুরি।

ভারতের খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডা. সুমন্থ চট্টোপাধ্যায় প্রতিদিন ইন-কে জানিয়েছেন, হার্ট ফেইলিওর আসলে একটি ‘স্পেকট্রাম ডিজিজ’ বা বিস্তৃত রোগের ধরন। অর্থাৎ, এটি কারও ক্ষেত্রে হালকা উপসর্গে শুরু হলেও অন্য কারও জন্য প্রাণঘাতী হতে পারে।

হার্ট ফেইলিওর কী?

হার্টের মূল কাজ হলো শরীরের প্রতিটি অঙ্গে রক্ত পাম্প করে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করা। যখন হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না, বা শরীরের চাহিদা মেটাতে অতিরিক্ত চাপ নিতে হয়— তখনই তাকে হার্ট ফেইলিওর বলা হয়।

হার্ট যদি পেছনের চাপ সামাল দিতে না পারে, তবে রক্ত ফুসফুসে জমে যায়। এতে শ্বাসকষ্ট, হাত-পা ফুলে যাওয়া, পেট ব্যথা বা ক্ষুধামন্দার মতো উপসর্গ দেখা দেয়।

আর যদি হার্টের সামনের দিকের চাপ বেড়ে যায়, তখন শরীরে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছায় না। এতে মাথা ঝিমঝিম করা, কিডনির সমস্যা বা অবশভাব দেখা দিতে পারে।

হার্ট ফেইলিওরের ধরন

Reduced Ejection Fraction (HFrEF) : এখানে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায়।

Preserved Ejection Fraction (HFpEF) : হার্ট স্বাভাবিকভাবে পাম্প করতে পারে, কিন্তু চাপ বেড়ে ধীরে ধীরে কার্যক্ষমতা নষ্ট হয়।

নারী না পুরুষ- কে বেশি ঝুঁকিতে?

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে হার্ট ফেইলিওরের ঝুঁকি বেশি। কারণ : উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, ধূমপান ও মদ্যপান। এসব কারণে হার্ট অ্যাটাক হলে হার্টের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়, ফলে পাম্পিং ক্ষমতা কমে যায়।

নারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে ‘প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন’ ধরনের হার্ট ফেইলিওর বেশি দেখা যায়। সাধারণত ৬০ বছরের পর বয়সজনিত কারণে হার্টে চাপ বেড়ে এই সমস্যা হয়, যদিও পুরুষদের তুলনায় তা কম।

প্রতিরোধ ও যত্নের উপায়

ডা. সুমন্থ চট্টোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী, হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাক— দুটোর ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে জীবন রক্ষা সম্ভব।

হার্ট সুস্থ রাখতে করণীয়

- নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করুন।

- ওজন নিয়ন্ত্রণে রাখুন ও পুষ্টিকর খাবার খান।

- ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন।

- প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শরীরচর্চা করুন।

- শরীরে অস্বাভাবিক ক্লান্তি, শ্বাসকষ্ট বা ফোলা দেখলে চিকিৎসকের পরামর্শ নিন।

হার্ট ফেইলিওর যে শুধু বৃদ্ধদের রোগ, তা নয়- এটি যে কারও হতে পারে। তাই বয়স নয়, সচেতনতা ও জীবনযাপনের অভ্যাসই হার্টকে সুস্থ রাখার মূল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই : গণশিক্ষা উপদেষ্টা

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল

বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

১৩ নভেম্বর ঘিরে নির্দেশনা / রাজধানীর সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা

বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে জামায়াত : কায়কোবাদ 

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় : হেফাজত আমির 

বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

১০

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

১১

বিহারে এসআইআরের ভয়ে রেকর্ড ভোটার উপস্থিতি, এটা আসলে কী?

১২

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

১৩

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

১৪

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

১৬

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

১৭

ঘুমের মধ্যেও হতে পারে হার্ট ফেইলিওর

১৮

শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

১৯

নিক্সন চৌধুরীর সহযোগী গ্রেপ্তার

২০
X