বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে। তবে ওই ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে। যারা বিগত দিনে গুম, হত্যা, নির্যাতন আর লুটপাটের মাধ্যমে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, স্থায়ী রূপ দিয়েছে- এবার তাদের বিচার হবে। এই বাংলার মাটিতেই তাদের বিচার হবে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরখানের দোবাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত উত্তরখান থানার ৪৪নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক জুবায়ের রহমানের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেয়া এবং আর্থিক সহায়তা প্রদানের সময়ে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কর্মসূচি অব্যাহত রয়েছে।
আমিনুল হক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে তার স্বজনকে হারিয়েছে- তারা যেন বিচার পায়, সেটুকু নিশ্চিত করা হবে। তারা যেন মুক্ত-স্বাধীন দেশে সম্মানের সাথে থাকতে পারেন, তাদের সকল অধিকার যেন সম্মানের সাথে বিবেচনা করা হয়- সেটা নিশ্চিত করা হবে।
দেশের মানুষ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চাই, যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমরা চাই, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যেই সরকার এ দেশের জনগণের কথামতো চলবে।
জুবায়ের রহমানের বাবা সবুর বেপারি এ সময় তার বক্তব্যে পুত্র হত্যার সঠিক বিচার দাবি করেন।
এ সময় অন্যদের মধ্যে সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোস্তফা জামান, মহানগরের সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, আহসান হাবিব মোল্লা, আফাজ উদ্দীন আফাজ, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান (মেম্বার), যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, দক্ষিণখান বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজ, মহিউদ্দিন তারেক, মন্জু পাটোয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন