দেশের বিদ্যমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদ্য আত্মপ্রকাশ করা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, পাচারকৃত টাকা ফেরত আনা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতির এক ক্রান্তিকাল-যুগসন্ধিক্ষণে আমরা ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র মঙ্গল কামনা করি। আমরা জাতীয় জীবনে বিরাজমান সংকটে একটি ধাপ অতিক্রম করেছি। কিন্তু এখনো বাকি রয়ে গেছে আরও অনেক সমস্যা। এ সংকট মোকাবিলা করার জন্য আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি সেক্টরে আইনের শাসন, সব মানুষের মৌলিক অধিকার, বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিগত আওয়ামী সরকারের অপকর্মের মদদদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অর্থনীতিকে শক্তিশালী করতে ফ্যাসিবাদিদের লুটপাট করে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশবাসী তার বিচার চায়। একইসঙ্গে স্বৈরাচারের দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।
‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র মহাসচিব সাইফুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম মেম্বার নবী চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ নেতারা।
উল্লেখ্য, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটে।
মন্তব্য করুন