কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান যুবদল সভাপতির

কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বিপদে-আপদে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই বিএনপি-যুবদলের রাজনীতি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঝালকাঠির ইশারা কমিউনিটি সেন্টারে এক যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না এসব কথা বলেন।

স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

যুবদল সভাপতি বলেন, দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেওয়া যাবে না- এটা সকল নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে। আমাদের সাধারণ মানুষের মন জয় করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না। আওয়ামী লীগের সাথে কোনো আপস করা যাবে না। আমরা মানুষের জন্য কাজ করছি। সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কারো সাথে জোর-জবরদস্তি করে রাজনীতি করা যাবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বিদেশের মাটিতে অনেক কষ্ট করছেন। তবু আওয়ামী লীগের সাথে কোনো আপস করেননি। তিনি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন। আমরা এই সরকারকে সহযোগিতা করবো, এটা আমাদের দায়িত্ব।

মোনায়েম মুন্না বলেন, এই ঝালকাঠিতে আমির হোসেন আমুর নেতৃত্বে সন্ত্রাসের রাজ্য তৈরি হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়েছিল; গুম-খুন করা হয়েছিলো। কিন্তু তারপরেও কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের মেসেজ ক্লিয়ার- দলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কারণ, যেকোনো মূল্যে সমাজ-রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে খুনি হাসিনা সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার পরও কেউ রাজপথ ছাড়েনি, কাউকে রাজনীতি থেকে দূরে সরাতে পারেনি।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচাররা ক্ষমতা ছেড়েছেন, তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লাগেনি। কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন, জেলা যুবদলের সহসভাপতি রবিউল ইসলাম তুহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

১০

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

১১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

১২

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

১৩

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১৪

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১৬

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৭

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৮

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

২০
X