কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাস উপযোগী উত্তরা গড়তে এবি পার্টির ৫ প্রস্তাবনা

উত্তরার হাউজ বিল্ডিং মোড়ে এবি পার্টির মানববন্ধন।
উত্তরার হাউজ বিল্ডিং মোড়ে এবি পার্টির মানববন্ধন।

নিরাপদ ও সুশৃঙ্খল উত্তরা প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা প্রস্তাবনা দিয়ে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ (এবি) ঢাকা মহানগর উত্তর শাখা।

বুধবার (০২ অক্টোবর) দুপুরে উত্তরার হাউজ বিল্ডিং মোড়ে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন সঞ্চালনা করেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, নজরুল ইসলাম বাবু, গাজী সাবের, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন, কেন্দ্রীয় সদস্য এনামুল হক, জেসমিন আক্তার মুক্তা, যুব পার্টি মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন গালিব, উত্তরের সদস্য সরোয়ার শোভন, মাহমুদ নাসের ও ইঞ্জিনিয়ার জাবেদ কায়সার সজীব।

আলতাফ হোসাইন বলেন, উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ও অভিজাত এলাকা। মেডিকেল কলেজসহ দেশের স্বনামধন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এখানে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকা মানুষ বৃদ্ধির সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া অনুন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, যানজটসহ নানা সমস্যায় উত্তরায় জনভোগান্তি দিন দিন বাড়ছে।

উত্তরাবাসীর নিরাপদ ও ঝুঁকিহীন বসবাস নিশ্চিত করতে এবি পার্টির পক্ষ থেকে নিম্নোক্ত ৫ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়। এগুলো হচ্ছে- ২০২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরা এলাকায় নিহত সকল শহীদদের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ করা। অবিলম্বে শহীদদের স্মরণে উত্তরা পূর্ব থানার গেট সংলগ্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ, সরকার কর্তৃক নির্ধারিত ইজারার মাধ্যমে আন্তঃজেলা বাসটার্মিনাল, পাইকারী আড়ৎ ও দর্শনীয় স্থান নিয়ন্ত্রণ করা। যাত্রীদের হয়রানি বন্ধ করা, যাত্রী সেবায় প্রত্যেক বাস কাউন্টারে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য নিষ্কাশন কার্যক্রম শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তরা নিশ্চিত করা। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা, প্রতিটি থানায় স্পেশাল হেল্পলাইন নম্বর চালু করা এবং ভুক্তভোগীর তড়িৎ সহায়তা নিশ্চিত করা। ফুটপাত দখলমুক্ত করে পথচারীর পথ পরিষ্কার রাখুন, হকারদের পুনর্বাসন করা। যানবাহন নিয়ন্ত্রণ ও অবৈধ পার্কিং মুক্ত করে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সুমাইয়া শারমিন ফারহানা, কামরুল হাসান, সামিউল ইসলাম সবুজ, মো. ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, ফাতেমা সুলতানা জেরিন, আ. রহিম হাওলাদার, যুব পার্টির ইসরাত জাহান লিজা ও আফরোজ জাহান পিংকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৯০

সম্পর্কের মূল চাবিকাঠিই ‘ব্যক্তিগত সম্মান’

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’

বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

ক্রিকেট মাঠ থেকে এবার মন্ত্রিসভায় ভারতের সাবেক অধিনায়ক

এক এনআইডিতে সর্বোচ্চ কত সিম, কবে থেকে কার্যকর

সুস্থ থাকার জন্য ৫ সহজ দৈনন্দিন অভ্যাস

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১০

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নামাজ আদায়

১১

টাকা দিয়ে নেতাকর্মীদের মিছিল করায় আ.লীগ 

১২

জকসু নির্বাচন সামনে রেখে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

১৩

বেন অস্টিন স্মরণে স্তব্ধ এমসিজি

১৪

২১ দাবিতে শনিবার সাংবাদিকদের বিক্ষোভের ডাক

১৫

প্রকাশ্যে এলো দেলুপির ট্রেইলার

১৬

বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার গ্রেপ্তার 

১৭

রাতের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৮

রোগীর বাবাকে চড় মারলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

১৯

নির্বাচনের জন্য ‘হ্যাঁ-না’ ভোটের প্রয়োজন নেই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X