বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই’

রাজধানীতে জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। ছবি : কালবেলা
রাজধানীতে জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। ছবি : কালবেলা

পরাজিত ফ্যাসিবাদ বিপুল অর্থের বিনিময়ে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। সীমান্তের ওপার থেকে নানাভাবে উসকানি দেওয়া হচ্ছে। পতিত ফ্যাসিবাদের এ দেশীয় দোসররাও বসে নেই। চক্রান্ত-ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। স্বার্থকভাবে দেশের এ পরিস্থিতির উত্তরণে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।

সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর রামপুরার একটি হোটেলে জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামাল হায়দার এসব কথা বলেন।

১২ দলীয় জোটের প্রধান বলেন, দেশে আজ যেভাবে ধর্ষণ, চাঁদাবাজি-ডাকাতিসহ নানা ধরনের অপকর্ম হচ্ছে, তার মধ্যে ২০ শতাংশ স্বাভাবিক আর ৮০ শতাংশ হচ্ছে নীলনকশা ও কারসাজির অংশ হিসেবে। তাই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। অবিলম্বে সংক্ষিপ্ততম সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দেশের ছাত্র-তরুণরা ঐক্যবদ্ধভাবে লড়াইটা করেছেন। কিন্তু এখনো সেই লড়াই শেষ হয়ে যায়নি। পরিপূর্ণ বিজয়ের জন্য আগামী দিনে ছাত্র ও তরুণদের একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। যদি কোনো কারণে ছাত্র, তরুণ ও জনতার ঐক্যে ফাঁটল ধরে, তাহলে ফ্যাসিবাদ আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। সেক্ষেত্রে ৫ আগস্টের বিজয় নস্যাৎ হয়ে যেতে পারে।

অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। সামনে আবারও কঠিন পরীক্ষা। পতিত ফ্যাসিবাদ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে তার দোসররা এ দেশে বসে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের হবেই।

তিনি আরও বলেন, আমরা বিদ্যমান সংবিধানের প্রয়োজনীয় সংশোধন চাই। কারণ, পতিত স্বৈরাচার জোর করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সংবিধানকে নিজেদের স্বার্থে এবং গণতন্ত্রের বিপক্ষে কাটা-ছেড়া করেছে। তবে আমরা গণপরিষদ নির্বাচন চাই না। দেশে একটি সংবিধান বিদ্যমান থাকতে নতুন করে আরেকটি সংবিধানের প্রয়োজনীয়তা নেই। যারা এগুলো বলছে, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

অনুষ্ঠানে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা এবং দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন।

জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি মো. রইচ উদ্দিন বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন সরকারের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট হোসনে আরা, ব্যারিস্টার মোস্তফা যোবায়ের হায়দার, যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, খেলাফত যুব মজলিশের সদস্য সচিব মো. জাহিদুজ্জামান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি আবু বকর সিদ্দিক, জাতীয় যুব পরিষদের সভাপতি সামসুল আলম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১০

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১১

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১২

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৩

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৪

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৫

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১৬

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১৭

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১৮

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৯

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

২০
X