কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের কথা বললেই কিছু বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে : রিজভী

রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে- এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা নির্বাচন ও ভোটাধিকারের কথা বললে সরকার আরও কিছু কথা বিকল্প হিসেবে দাঁড় করাচ্ছে। যে ভোটাধিকারের জন্য ১৫-১৬ বছর আন্দোলন-সংগ্রাম হয়েছে, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে? সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে? গণতন্ত্র মানেই তো নির্বাচন। তাহলে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে?

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপি নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি’।

ডিসেম্বর-জুনের দোলনার মধ্যে কেন বাংলাদেশের নির্বাচনী ওয়াদা দুলছে, এমন প্রশ্ন তুলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের নির্বাচনী ওয়াদা ডিসেম্বর আর জুনের মধ্যে পেন্ডুলামের মতো দুল খাচ্ছে কেন? অন্তর্বর্তী সরকারের উচিত এটার জবাব দেওয়া।

বিএনপি পরিবারের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয় না উল্লেখ করে রিজভী বলেন, তার মানে কোনো একটা এজেন্ডা বা পরিকল্পিত নকশার মধ্য দিয়ে এই সরকার চলছে। এটাই তো মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন। এই কারণেই তো আজ এত ধোঁয়াশা তৈরি হচ্ছে।

বিএনপির নেতাকর্মীদের নামে হওয়া রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা। আট মাস ক্ষমতায় আছেন, এসব মামলা তো প্রত্যাহার করা যেত। এর জন্য কিছুই করেননি। আজও কেন আদালতের বারান্দায় ঘুরে বেড়াতে হবে?

রিজভী বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু এটা যদি এ রকম হয় যে- তাদের কথায় প্রশাসন চলবে, সব সরকারি কর্মকাণ্ড হবে-এটাকে বলে নৈরাজ্য। এই নৈরাজ্য কেন হবে? ডিসি-এসপিরা বলেন, ‘এখানে বৈষম্যবিরোধী ছাত্ররা বলে গেছেন, এভাবে করা যাবে না। তাহলে জনপ্রশাসন কেন?’

অন্তর্বর্তী সরকারের আট মাস সময় অতিবাহিত হলেও ইলিয়াস আলীসহ বিএনপির অন্য নেতাদের খোঁজ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির এই নেতা। তিনি বলেন, গুম কমিশন কী কার্যক্রম করছে? কোথায় ইলিয়াস আলী? কোথায় চৌধুরী আলম? কোথায় সুমনসহ অন্যরা? তাদের ফিরিয়ে আনার ব্যাপারে কী দায়িত্ব পালন করছেন?

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বাবুবাজারে আগুন লাগা ভবন থেকে জীবিত উদ্ধার ৪২

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট আরেফিন রাফি

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

নিখোঁজ প্রতিবন্ধী শিশুর লাশ মিলল পুকুরে

জেলা নির্বাচন কার্যালয়ে আগুন, পুড়েছে নথিপত্র

১০

সরকারকে সহযোগিতা করা জরুরি : রাষ্ট্রদূত মুশফিক

১১

তিন দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও একই

১২

সরে দাঁড়ালেন সৌম্যসহ ৫ ক্রিকেটার, ডাক পেলেন যারা

১৩

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলা

১৪

লোকসানের ঝুঁকি নিয়েও আলু চাষে নেমেছেন কৃষকরা

১৫

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে যে বিবৃতি দিল বিসিবি

১৬

মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

১৭

অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান

১৮

আবুল খায়ের গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১৯

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে যত খেলা

২০
X