বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ

সংস্কার ছাড়া ‘প্রজাতন্ত্র’ বিনির্মাণ সম্ভব নয় : জেএসডি

জেএসডির প্রতিনিধি সভা। ছবি : কালবেলা
জেএসডির প্রতিনিধি সভা। ছবি : কালবেলা

সংস্কার ছাড়া লড়াই ও সংগ্রামের অভিপ্রায়ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা টাউন হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জেএসডির প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বপন বলেন, সংস্কার ছাড়া লড়াই ও সংগ্রামের অভিপ্রায়ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করা সম্ভব হবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলুপ্ত না করে শুধু নিছক একটা নির্বাচনের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য একেবারেই অকল্পনীয়। ক্ষমতা কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্র ফিরে আসার অনিবার্য প্রচেষ্টাকে নির্মূল করে দিতে হবে। শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার গুলোকে সমন্বয় করে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রশ্নটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে।

তিনি আরো বলেন, '২৪-এর গণঅভ্যুত্থানের ঐতিহাসিক লড়াইয়ের অভিপ্রায় এবং জনগণের বিজয়কে দীর্ঘস্থায়ী করার জন্য প্রচণ্ড প্রচেষ্টার প্রয়োজন হবে। শুধু রাজনৈতিক দলের স্বাধীনতা নয় সকল মানুষের রাজনৈতিক অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব নিশ্চিত করার জন্য ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ অনিবার্য হয়ে পড়েছে। দেশ শাসনে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করলেই অংশীদারিত্বের গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হবে।

সভায় দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় রাজনীতির পরিবর্তন ছাড়া শুধুমাত্র নির্বাচন বিপজ্জনক হয়ে উঠবে। শূন্যগর্ভ বক্তব্য দিয়ে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। প্রতিটা ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কারের রূপরেখা উপস্থাপন করতে হবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে।

জেএসডি কুমিল্লা জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, কুমিল্লা মহানগর আহবায়ক মহি উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন উর রশিদ বাবুল, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক নুর রহমান, ফেনী জেলা সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, বি-বাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এডভোকেট তৈমুর রেজা শাহজাদা ভুইয়া, শিরিন আকতার, আব্দুস সোবহান, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল করিম, আবদুল খালেক দুলাল, ডা. জমির উদ্দিন খান, আলমগীর হোসেন, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, দাগনভূঁঞা উপজেলা আহ্বায়ক তাজ উদ্দিন আজাদ, ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

১০

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

১১

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১২

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১৪

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

১৫

খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন : সমমনা জোট

১৬

বুধবার সাধারণ ছুটি যারা পাবেন না

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

১৮

বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০

১৯

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

২০
X