কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান

ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত
ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও ফিরেছেন। দেশে ফিরেই তিনি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক।

ডা. জাহিদ বলেন, জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ১৭ বছর সরকার তাকে দেশে আসতে দেয়নি। তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যে তিনি চলে আসবেন।

এক প্রশ্নের জবাবে ডা. জুবাইদা রহমানকে নিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সঙ্গে তিনি দেশে এসেছেন। সময় বলে দেবে তিনি কত দিন থাকবেন। তবে আবার সেখানে ফিরে গিয়ে স্বামী ও মেয়েকে নিয়ে সবকিছু গুছিয়ে দেশে প্রত্যাবর্তন করবেন।

গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য তিনি সেখানে যান। চিকিৎসা শেষে আবার দেশে ফিরে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সুস্থতা নিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশে ফিরতে খালেদা জিয়াকে দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করতে হয়েছে। এতে শারীরিকভাবে ক্লান্তি থাকলেও মানসিকভাবে সুস্থ রয়েছেন তিনি।

চার মাস আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। এই সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দেশের মানুষ নানাভাবে ভূমিকা পালন করেছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন এখনো আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান বলেও উল্লেখ করেন ডা. জাহিদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে ফেসবুক পোস্টে রিচ বাড়ানোর ৫ উপায়

দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু সোমবার

জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ / যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে

সীমান্ত দিয়ে এবার দুই প্রতিবন্ধীকে ঠেলে পাঠাল বিএসএফ

হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন ৩ সুবিধা

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

ইতিহাস গড়লেন ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক

সেনাবাহিনীর অভিযানে অবৈধ কসমেটিকস কারখানার সন্ধান

ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কঠিন নিয়ম করছে টিকটক

১০

পরীর রহস্যজনক বার্তা

১১

জাল টানতেই উঠে এলো মর্টার শেল, অতঃপর...

১২

রাজধানীতে ৮৩টি গাড়ি ডাম্পিং, ১২৭টিকে রেকার 

১৩

বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের জেসি

১৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬

১৫

অফিস-দোকানে একাকী নামাজ আদায়ে আজান-ইকামত দিতে হবে কি?

১৬

গাজার বাসিন্দাদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭

মোহাম্মদপুরবাসীকে সুখবর দিল উত্তর সিটি করপোরেশন

১৮

অবশেষে স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উল্লাস

১৯

যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি

২০
X