ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিব।
রোববার (১৮ মে) শাহবাগ অবরোধ করে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সেই সব পরিবারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সামান্যতম সহানুভূতি দেখিনি। এই সরকারের নয় মাস অতিবাহিত হয়েছে, পারভেজ-সাম্য খুন হয়, ছাত্রদলের নেতাকর্মীরা এখনো খুন হয় কিন্তু সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো বক্তব্য বা সদিচ্ছা লক্ষ্য করিনি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে, এই শাহবাগ চত্বর থেকে যমুনায় আমরা পদযাত্রা শুরু করি সেই পদযাত্রা রোখার ক্ষমতা কারো নেই।
সরকারকে উদ্দেশ করে রাকিব বলেন, যদি তাদের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব ভবিষ্যতে লক্ষ্য করি তাহলে ছাত্রদলের যাত্রা হবে যমুনায়। আমরা আমাদের দাবি-দাওয়া আদায় করে বাসায় ফিরব। আমরা যতক্ষণ চাইব যমুনা অবরোধ করে রাখব।
এ ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘সাম্যের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে, দুপুর ১২টার দিকে শাহরিয়ার হত্যার ‘প্রকৃত’ আসামিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
এ ঘটনায় গত বুধবার সকালে নিহত শাহরিয়ারের ভাই শরীফুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। গ্রেপ্তার করা হয় তিনজনকে। গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
মন্তব্য করুন