কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিকে অপছন্দ করা মানুষরাই দেশ চালাচ্ছে : মান্না

বইয়ের মোড়ক উন্মোচনকালে অতিথিরা। ছবি : কালবেলা
বইয়ের মোড়ক উন্মোচনকালে অতিথিরা। ছবি : কালবেলা

রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো এখন দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মান্না বলেন, আমরা রাজনীতি বর্জিত একটা সমাজ চাই না। আমরা জানি, রাজনীতি হচ্ছে সমাজের কর্ণধার। আমরা দেখেছি, রাজনীতি সংস্কৃতি গঠন করে, ক্রীড়া জগৎ নিয়ন্ত্রণ করে, অর্থনীতিকে গঠন করে, রাজনীতি এ জন্যে গভর্নর অব দি সোসাইটি। সেই রাজনীতিকে অপছন্দ করা মানুষগুলো দেশ চালাচ্ছে এবং সেটা প্রকাশ্যে বলতে গেলে, এটা আমাদের জন্যে সুখকর হতে পারে না।

তিনি আরও বলেন, এই রকম পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে সিস্টেমের মধ্যে আসব, আমাদের যেসব প্রশ্ন আছে- সেগুলোর জবাব কে দেবো, এগুলো কোনো কিছু জানি না। কখন রাজনৈতিক দলগুলো কীভাবে তাদের রাজনীতিকে বিজয় করবে, সেটা দরকার।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান হয়। ‘কালের দাবি প্রকাশনা’ ১০৪ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে, যার মূল্য রাখা হয়েছে দেড়শ’ টাকা।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসেএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (২০ মে) কার্যক্রম শুরু করেছে। এ প্রসঙ্গে মান্না বলেন, ওরা (স্টারলিং) এটা চালাতে চালাতে ফুল টেকনোলজি আমাদেরকে কি দেবে?

আমাদেরকে কি শেখাবে? আমরা নিজেরা যাতে এ রকম একটা খুবই হাই ভোল্টেজ, হাই কোয়ালিটিসম্পন্ন সাইবার সিস্টেম চালাতে পারি-সে রকম করে কি তারা আমাদের শেখাবে? সরকার তো এ নিয়ে কিছু বলেনি। তাহলে এরা (স্টারলিং) আমাদের সম্পূর্ণ সাইবার সিস্টেমের ওপরে কন্ট্রোল রেখে চলতে পারবে-এটা তো মানা যায় না।

মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডোর’ প্রদানের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের এই সভাপতি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন উপদেষ্টা সম্পর্কে বলেন না যে, বিশেষভাবে পরিকল্পনাকারী; এই বিশেষভাবে পরিকল্পনার দিকও এখন বুঝতে হবে। মানুষের মধ্যে এখন নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের ইন্টারেস্ট বড় হচ্ছে কি? সেটা যদি হয়, তাহলে এখন থেকেই সজাগ-সতর্ক থাকা দরকার।

‘পাক্ষিক কালের দাবি’ পত্রিকার সম্পাদক বহ্ণিশিখা জামালীর সভাপতিত্বে এবং পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, কবি মোহন রায়হান, সাংবাদিক মোস্তফা কামাল মজমুদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মনখালী এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’

স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’ পেল ম্যাড স্টারস-এর গ্র্যান্ড প্রিক্স 

ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ১০ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

জানা গেল লাল টি-শার্ট পরা সেই যুবকের পরিচয়

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

লাল টি-শার্ট পরা যুবক ডিবির কেউ নয় : ডিএমপির ডিবিপ্রধান 

জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু

১০

রিউমর স্ক্যানার / নুরকে নয়, অন্য কাউকে পেটাচ্ছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি 

১১

আইনি বিপাকে অঙ্কুশ,আদালতে হাজিরার নির্দেশ

১২

গুগলের নতুন এআই মোড ব্যবহার করবেন যেভাবে

১৩

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

১৪

ঘরের সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

১৫

নুর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

১৬

সপ্তাহে দুদিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরির সুযোগ

১৭

নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

১৮

লাল টি-শার্ট পরা যুবককে নিয়ে পোস্ট রাশেদ খানের

১৯

‘স্যার, নাটক আর কত’, আসিফ নজরুলকে নীলা ইসরাফিল

২০
X