কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৫৬ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

সিরিয়ায় বিক্ষোভ। পুরোনো ছবি
সিরিয়ায় বিক্ষোভ। পুরোনো ছবি

সিরিয়া নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়া ‘সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের’ মুখোমুখি হতে পারে।

বুধবার ( ২১ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কো রুবিও সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে সমর্থনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি তাদের (অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের) সঙ্গে যোগাযোগ না করি, তবে সফলতার সম্ভাবনা শূন্য। তিনি সতর্ক করে বলেন, আমাদের মূল্যায়নে, অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ধসে পড়তে পারে, যা একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন। গত সপ্তাহে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সৌদি আরবে একটি শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন। শারা সাবেক আল-কায়েদা কমান্ডার। তিনি গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারকে উৎখাতকারী বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।

রুবিও ব্যাখ্যা করেন, ট্রাম্পের যুক্তি ছিল যে অন্যান্য দেশ শারার প্রশাসনকে সাহায্য করতে এবং ত্রাণ পাঠাতে চায়, কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে তারা এগোতে পারছে না। তিনি বলেন, অঞ্চলের দেশগুলো ত্রাণ পাঠাতে চায়, সাহায্য করতে চায়। কিন্তু তারা আমাদের নিষেধাজ্ঞার কারণে ভয় পাচ্ছে।

সিরিয়ায় ১৩ বছরের ধ্বংসাত্মক গৃহযুদ্ধের সময় আসাদের অনুগত বাহিনী দ্বারা সংঘটিত নৃশংসতার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই যুদ্ধে ৬ লাখেরও বেশি মানুষ নিহত এবং ১২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর পূর্বে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষাসহ বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছিল।

যদিও শারা এই শর্তগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় দুটি মারাত্মক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। মার্চ মাসে, পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রায় ৯০০ বেসামরিক মানুষ, প্রধানত আসাদের আওলাইত সম্প্রদায়ের সদস্যরা, সরকারপন্থি বাহিনীর হাতে নিহত হয়েছে। এছাড়া, মে মাসের শুরুতে দামেস্কের দুটি উপশহর এবং দক্ষিণের সুওয়াইদা প্রদেশে দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু, নতুন নিরাপত্তা বাহিনী এবং সুন্নি ইসলামপন্থি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

শারার সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দ্বারা নিয়ন্ত্রিত স্থানান্তরকালীন কর্তৃপক্ষ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ রয়েছে। এইচটিএস এখনো জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্য কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে সৌদি আরবে শারার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে তরুণ, আকর্ষণীয় এবং শক্তিশালী অতীতের যোদ্ধা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, তার (শারার) সিরিয়াকে একত্রিত করার সুযোগ রয়েছে। শারা ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক এবং সাহসী বলে অভিহিত করেছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সিরিয়া গড়তে সাহায্য করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

১০

খিলক্ষেতে বিএনপি নেতা জাহাঙ্গীরের লিফলেট বিতরণ

১১

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় আসকের উদ্বেগ

১২

রোববার রাতে চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

১৩

কার সঙ্গে পরকীয়ায় জড়ালেন ডিসি আশরাফ, জানা গেল পরিচয়

১৪

নাগরিক সুবিধা নিশ্চিত করতে আগে স্থানীয় নির্বাচন চাই : ড. মাসুদ

১৫

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

মোশাররফ-চাখারী রিমান্ড শেষে কারাগারে

১৭

নির্বাচন নিয়ে সন্দিহান ছিলাম, এখন আশ্বস্ত হয়েছি : মির্জা ফখরুল

১৮

ফের কলম বিরতির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

১৯

ফরেন অ্যাফেয়ার্সের নিবন্ধ / ইরানই হতে পারে মধ্যপ্রাচ্যে ভারসাম্যের চাবিকাঠি

২০
X