জাতীয়তাবাদী কৃষকদল ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক- মো. হাফিজুর রশিদ স্বপন এবং মো. লাভলুর রহমান বাবলুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২১ মে) কৃষকদলের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী কৃষকদল ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক- মো. হাফিজুর রশিদ স্বপন এবং মো. লাভলুর রহমান বাবলুকে বহিষ্কার করা হয়েছিলো। তাদের আবেদনের প্রেক্ষিতে আজ উক্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।
এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মন্তব্য করুন