কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০১:২৯ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৭:২৪ এএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য: ড. মোর্শেদ

বক্তব্য দেন ড. মোর্শেদ হাসান খান। ছবি : কালবেলা
বক্তব্য দেন ড. মোর্শেদ হাসান খান। ছবি : কালবেলা

বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকের ভূমিকা ছিল অনস্বীকার্য।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. মোর্শেদ হাসান খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছাত্র-জনতা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল। এই আন্দোলনে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরাও অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন। তারা সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, সংগঠিত হয়েছিলেন মানববন্ধন, প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে। অনেক শিক্ষক-শিক্ষিকাও শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন, নৈতিক শক্তি জুগিয়েছেন, এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে পাশে থেকেছেন। একটি কথা অনস্বীকার্য যে, জুলাই অভ্যুত্থানের প্রাণপুরুষ হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি হাজার মাইল দূরে থেকেও সঠিক দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে গতিশীল করেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে, নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে জনতার হৃদয় জয় করা। তিনি সেটি করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

ড. মোর্শেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গত বছরের ১৭ জুলাই মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অনেকে উপায় না পেয়ে হল ছেড়ে ঘরে ফিরে যান। বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা অনেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে আন্দোলন স্তিমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউনে’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক প্রতিরোধে বিপরীত চিত্র তৈরি হয়। বিক্ষোভ দমাতে সেদিনও বিভিন্ন স্থানে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও ছিলেন সশস্ত্র অবস্থানে। তবে সব উপক্ষো করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর রাজপথ দখলে নেন তারা। আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটে। পরে জুলাই আন্দোলনের বড় শক্তি হয়ে দাঁড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনে তাদের সক্রিয় ও জোরালো ভূমিকা থাকার পরও তারা উপেক্ষিতই রয়ে গেছেন। আনুষ্ঠানিকভাবে তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। তারা মনে করেন, রাষ্ট্রীয় কোনো কাজে তাদের যুক্ত না করার বিষয়টি দুঃখজনক।

তিনি বলেন, যতটুকু জানা যায়, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থী নিহত হন। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিহতের সংখ্যা ১৩ জন। ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনা সারা দেশেই আলোড়ন তোলে। এর জেরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনতাও আন্দোলনে যুক্ত হয়। এদিন ঢাকাসহ সারা দেশে পুলিশের গুলিতে অন্তত ২৭ জন শহীদ হন এবং আহত হন সহস্রাধিক। কষ্টদায়ক হলো এক দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী মারা গেছেন। ৫ আগস্ট পর্যন্ত সাহসিকতার সঙ্গে আন্দোলন চালিয়ে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ড. মোর্শেদ হাসান খান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যেই তিনজন শিক্ষার্থীদের প্রতিনিধি ছিলেন, তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেউ নেই। এমনকি সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরেও আমাদের কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গণঅভ্যুত্থানে সংগ্রাম করে কোনো স্বার্থ ছাড়াই ক্লাসে ফিরে গিয়েছেন। জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়েছে, বিশ্ববিদ্যালয় যেমন জ্ঞানের আলো ছড়ায়, তেমনি তা সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তিও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের এই ভূমিকা ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তিনি চারটি প্রস্তাবনা তুলে ধরে বলেন, মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র নিয়ন্ত্রণ কমিশন গঠন করা দরকার। কারণ ইউজিসির মাত্র একজন সদস্য দিয়ে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণ সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থায় ত্রুটি সমাধানের জন্য অতি দ্রুত শিক্ষার সংস্কার কমিশন গঠন করা দরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে আবাসিক হল এবং পরিবহন ব্যবস্থা করা। দরিদ্র-মেধাবীদের জন্য বিশেষ তহবিল গঠন করা। মানহীন ভুঁইফোঁড় বেসরকারি বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষার নামে শুধু সার্টিফিকেট বাণিজ্য করতে না পারে সেটি নিশ্চিত করা।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’-এ অনুষ্ঠান হয়। অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা, গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইমতিয়াজ আহমেদ আবির, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন সজলের স্বজনবৃন্দ, গণঅভ্যুত্থানে আহত আল মিরাজসহ অনুষ্ঠানের আয়োজক কমিটির নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু, নিহত ১১

গুরুত্ব দেওয়া হচ্ছে সাড়ে ৩ ঘণ্টা

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

নুরের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন ইশরাক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / সরকারি খরচে ৬৫ বার বিদেশ গেছেন এমডি জাহেদুল

ক্রিপটিক গর্ভাবস্থা / যখন নিজেই জানেন না আপনি অন্তঃসত্ত্বা

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলা

বিএনপির দুর্গে ভাগ বসাতে চায় অন্যরা

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ করলেন ইশরাক

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত? 

১০

গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও ১০৫

১১

ডাকসু নির্বাচনের বিষয়ে আপিল বিভাগে শুনানি আজ

১২

ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক

১৩

এসিআই-এ চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

টানা ৩ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

১৫

ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে : আমিনুল হক

১৬

সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

১৭

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৮

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি 

১৯

২ দাবি মেনে নিল বাকৃবি প্রশাসন, আন্দোলন স্থগিত

২০
X