শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিলম্ব না করে জুলাই সনদের খসড়া উপস্থাপন করুন : এবি পার্টি

সংবাদ সম্মেলনকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

জুলাই অভ‍্যুত্থানের বছর পূর্ণ হওয়ার আর মাত্র কয়েক দিন বাকি, অতএব বিলম্ব না করে অবিলম্বে জুলাই সনদের খসড়া উপস্থাপন করার জন‍্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২১ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনকালে তিনি এ কথা বলেন। আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশগ্রহণ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এ দুটি বিষয়ে আজ আলোচনা অনুষ্ঠিত হয়। এবি পার্টির পক্ষ থেকে আলোচনায় এক ব‍্যক্তি যাতে একইসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন সে বিষয়ে সংবিধানে নীতি প্রণয়ন করার প্রস্তাবকে সমর্থন জানানো হয়।

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব‍্যক্তি হলে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ কীভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে তা আমরা অতীতে বহুবার দেখেছি। গণভবনে রাষ্ট্রীয় পদ ব‍্যবহার করে দলের সম্মেলন অনুষ্ঠান করা ও বিভিন্ন জেলা সফরে গেলে রাষ্ট্রীয় প্রটোকল ব‍্যবহার করার কারণে সরকারি রাজনৈতিক দল বিশেষ সুবিধাপ্রাপ্ত হয় যা বৈষম‍্যের নামান্তর।

তিনি বলেন, বিএনপি উপস্থাপিত ৩১ দফার ৪র্থ পয়েন্টে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম‍্য প্রতিষ্ঠা করার যে অঙ্গীকার করা হয়েছে তার সঙ্গে এই প্রস্তাব সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি যতটুকু আলোচনা হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে জুলাই সনদের খসড়া উপস্থাপন করার জন্য ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে মঞ্জু বলেন; সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির যুক্ত প্রস্তাবকে আমরা সমর্থন ও স্বাগত জানাই।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের দায়িত্বে তিন আলাদা ব্যক্তি থাকবেন সেটিই কাম্য। কিন্তু বাংলাদেশে একই ব্যক্তির হাতে রাষ্ট্রের একাধিক অঙ্গের ক্ষমতা থাকায় ভারসাম্য বিঘ্নিত হয়। ফলে একই ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার পথ সুগম হয়, যা জুলাই অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থি। তিনি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে সে বিষয়ে তুলনামূলক আলোচনা হাজির করেন। ব্যারিস্টার সানী তার আলোচনায় এটিও নিশ্চিত করেছেন যে, একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না সেটি দলটির গঠনতন্ত্রের বিধানে সন্নিবেশিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১০

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১১

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১২

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৩

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৪

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৫

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৬

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৭

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৮

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৯

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

২০
X