কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি : আমিনুল হক

সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা
সংবর্ধনা অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের পাঠ্যবইয়ে খেলাধুলা, ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক এবং শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পল্লবী ও রূপনগর থানার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আমিনুল হক নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা-১৬ এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, ডায়েরি ও নগদ অর্থ তুলে দেন।

আমিনুল হক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষাও পাঠ্যসূচিতে যুক্ত করা হবে।’

খেলার মাঠ না থাকা স্কুলে অবকাঠামো নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সুযোগ তৈরি করতে হবে।’

শিক্ষার সর্বজনীনতা নিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা এখনো নিম্নআয়ের মানুষের জন্য সহজলভ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে সে বৈষম্য দূর করে শিক্ষাকে সবার নাগালের মধ্যে নিয়ে আসা হবে।’

অনুষ্ঠানে আমিনুল হক ঘোষণা দেন, পল্লবী-রূপনগর এলাকার চারটি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে কোনো ভর্তি ফি দিতে হবে না এবং ফল ধরে রাখতে পারলে মাসিক বেতনও মওকুফ করা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের লক্ষ‌্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে আল্লাহর রহমত সঙ্গে থাকবে।’

আমিনুল হক বলেন, ‘এ দেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি, যার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।’

তিনি বলেন, ‘আমরা সবার সহযোগিতায় একটি মানবিক, মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।’

পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে এবং পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহ্বায়ক ও স্কুলের বিদ্যোৎসাহী সদস্য মোকছেদুর রহমান আবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ইয়াছিন আলী, অধ্যাপক সালমা আক্তার, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও এক বাসে আগুন

টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা মারকুটে ব্যাটার এবার বিপিএলে

হাদিকে হত্যাচেষ্টা / মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা

শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার

হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান

হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছিল : রাশেদ প্রধান

থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি

১০

খাঁচা থেকে কীভাবে বেরিয়ে আসে সিংহী, তদন্তে যা জানা গেল

১১

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

১২

আইএসইউতে শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ’র অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

১৩

রহস্যজনকভাবে মারা গেলেন ‘দ্য মাস্ক’ খ্যাত অভিনেতা

১৪

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ড গড়ায় অংশ নেবেন আশিক চৌধুরী

১৫

বাসে আগুন

১৬

পোস্টাল ভোট : সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

১৭

বড় চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

১৮

ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনা, ব্যাপক যানজট

১৯

সুদানে শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

২০
X