কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রের মূলনীতি সংশোধনের বিরুদ্ধে বামপন্থি ৪ দল, বিএনপি-জামায়াত-এনসিপি কী বলছে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সংবিধানে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসেবে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে বামপন্থি ৪টি রাজনৈতিক দল। দলগুলো হচ্ছে- সিপিবি, বাসদ, বাসদ মার্কবাদী ও বাংলাদেশ জাসদ। তবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন‍্য দলগুলো কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে তারা তাদের আপত্তির কথা তুলে ধরেন। এ নিয়ে কমিশনের বৈঠকে কিছুটা উত্তপ্ত বাক‍্য বিনিময়ও হয়।

এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সংবিধানের মূলনীতির প্রশ্নে ঐকমত্য হওয়া সম্ভব না। কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে, তারা সিদ্ধান্ত দেবে।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে। সেজন্য আমরা আলোচনা করছি, যাতে সম্পূর্ণ করা যায়। কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না।’

বিকল্প প্রস্তাব তুলে ধরে প্রিন্স বলেন, ‘রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে এভাবে লেখা যেতে পারে। সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার চার মূলনীতির সঙ্গে (৭২ সংবিধান অনুযায়ী, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা) সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা যেতে পারে।’

প্রিন্সের দাবি, নীতিগত বিষয় যদি সংখ্যাগরিষ্ঠতা জোর করে শব্দের মারপ্যাঁচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে, সেটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেটার সঙ্গে আমরা একেবারেই নেই। এরকম অবস্থা যদি চলতে থাকে আমাদের পক্ষে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা নিয়মিত করা সম্ভব হবে না।

একইসঙ্গে যে ঐকমত্য গঠনের জন্য দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি, সেটাও বাধাগ্রস্ত হবে। কমিশনের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন এই নেতা।

কমিশনের প্রস্তাবিত মূলনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, বরং এটাই আমাদের প্রস্তাব।’

গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, ‘মুক্তিযুদ্ধের মূলনীতিগুলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে।’

তিনি বলেন, ‘সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মতো বিতর্কিত ধারণার পরিবর্তে কমিশন একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সংবিধানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, যা বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ করবে।’

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমরা গত ৪ দিন ধরে আলোচনা করছি। অধিকাংশ রাজনৈতিক দল মনে করে, ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সমাজতন্ত্র আন্তর্জাতিকভাবে একটা পরিত‍্যক্ত বিষয় হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিগত ৪ দিনের আলোচনার পর কমিশন আজকে যে প্রস্তাব দিয়েছে, তার প্রতি আমরা সমর্থন দিয়েছি। যদিও আমাদের অনেকের মনের মধ্যে ভিন্নমত আছে, সেটা হলো আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস এই শব্দটা যুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম। তারপর কমিশনের প্রস্তাবে যেহেতু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি কথা আছে, তাই আমরা ভিন্নমত থেকে সরে এসেছি। তবে, ভবিষ্যৎতে কোনো রাজনৈতিক দল যদি সংবিধান সংশোধনের প্রস্তাব করে এবং সেটা পাস হয়, হয়তো তখন আমরা তার বিরোধিতা করব না।’

এনসিপির সদস‍্যসচিব আখতার হোসেন বলেন, ‘আমাদের দলীয় অবস্থান হচ্ছে পূর্বের (মূলনীতি) সবকিছু বাতিল করা। কমিশনের দেওয়া প্রস্তাবের সঙ্গে আমরা আছি। আমরা পূর্বেকার তর্কে যেতে চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন

জুলাই সনদের আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা থাকতে হবে : ইসলামী আন্দোলন

ছুটি নিয়ে ফেরেননি বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক

নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে : হামিদুর রহমান

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস কেন প্রয়োজন, জানালেন উপদেষ্টা

ভাসমান দোকান ও অবৈধ স্ট্যান্ডের দৌরাত্ম্যে যানজটে নাকাল ঢাকা-আরিচা মহাসড়ক

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসিকে জানানো উচিত প্রধান উপদেষ্টার : সালাহউদ্দিন আহমদ

তবারক দেওয়ার কথা বলে শিক্ষিকার বাসায় প্রবেশ করেন শামীম

‘চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন’

১০

‘সমন্বয়ক’ পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেবেন : সারজিস

১১

স্বাস্থ্য খাতের টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

১২

সময় বাড়ল রুয়েটের নিয়োগ আবেদনের

১৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি / সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ

১৫

কারাগারে চুরি, কারারক্ষী গ্রেপ্তার

১৬

বেড়েছে রে‌মিট্যান্স প্রবাহ, ২৬ দিনে এলো ২৩৫৮৩ কোটি টাকা

১৭

সংসদে নারী আসনের বিষয়ে বিএনপির দুই প্রস্তাব

১৮

বছরে দুবার ওষুধটি নিলে শরীরে বাসা বাঁধবে না এইচআইভি

১৯

মাইলস্টোনে নিহত কুমিল্লার মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

২০
X