সাত দফা দাবিতে দেশের বিভিন্ন জেলা শহরে মানববন্ধনের কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিভিন্ন জেলা শহরে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকাসহ ৭ বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাগপার নেতাকর্মীরা।
জেলা শহরগুলোতে কর্মসূচিতে জাগপা নেতারা বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর গণভোট আয়োজন করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব গণহত্যা ও আওয়ামী আমলে সংঘটিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
তারা আরও বলেন, বিগত আওয়ামী সরকার আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন অসম সব চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ প্রয়োজন। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের মতোই তাদের বিচার করতে হবে। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে সফলভাবে মানববন্ধন কর্মসূচি পালন করায় জেলা নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন জাগপার গণসংযোগ সমন্বয়ক নজরুল ইসলাম বাবলু।
মানববন্ধনে বক্তব্য দেন- মাদারীপুরে দলের প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এএমএম আনাছ, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মু. মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, পঞ্চগড়ে সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, দিনাজপুরে সহসভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহসভাপতি মো. জাকিউল আলম সাকি, সিলেটে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, রংপুরে জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহ, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক মো. আলী মোরশেদ, মুন্সীগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন, সাতক্ষীরায় জেলা সহ-সমন্বয়ক মুস্তাজুল ইসলাম মুস্তফা, ময়মনসিংহে জেলা সহ-সমন্বয়ক মো. ডালিম মিয়া।
মন্তব্য করুন