

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টায় মাদারীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আহমেদাবাদ চন্ডিবর্দী মাদ্রাসা মিলনায়তনে প্রখ্যাত আলেম মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডবর্দির সভাপতিত্বে এক জনাকীর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেম নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী।
অপর এক প্রস্তুতি সভা শরীয়তপুর ওসমানিয়া মাদ্রাসা মিলনায়তনে বাদ যোহর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমানিয়া মাদ্রাসার মুহতামিম ও জেলা সদর আহ্বায়ক মাওলানা আবু বকর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল আওয়াল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব মাওলানা ইদ্রিস কাসেমী, মাওলানা শফিউল্লাহ, মাওলানা জাহিদ প্রমুখ৷
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী বিভিন্ন এলাকায় ব্যাপক সফরের অভিজ্ঞতা থেকে এ কথা প্রমাণিত হয় যে আগামী ১৫ নভেম্বর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয় বরং পুরো ঢাকা মহাসমাবেশে পরিণত হবে। সারা দেশে জনগণের ভিতর ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আজ গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। সরকার অবিলম্বে জনগণের এই অভিপ্রায়কে গুরুত্ব দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করছি।
সভায় বক্তারা দেশের আপামর জনসাধারণকে আগামী ১৫ নভেম্বর মহাসমাবেশ সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য করুন