

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ কর্তৃক ঘোষিত আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান নেতারা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানী ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায় আলেম-ওলামাদের এক মতবিনিময় সভা এ আহ্বান জানানো হয়।
এতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগর ৪নং জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, কাদিয়ানি সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। এ দেশের আলেম-ওলামা ও তৌহিদ জনতা দীর্ঘদিন ধরে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসার পরও সরকার এই ইমানি দাবি মেনে নিচ্ছে না। তাই কঠিন আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। সে লক্ষ্যে আগামী ১৫ ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দলমত নির্বিশেষে আপামর তৌহিদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল করার আহ্বান জানাচ্ছি। এতে অংশগ্রহণ করা সবার ইমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার যদি শান্তিপূর্ণ আন্দোলনে কাদিয়ানিদের কাফের ঘোষণা না করে, তাহলে প্রয়োজনে দুর্বার আন্দোলনের মাধ্যমে কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবি আদায় করে নেওয়া হবে। কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবি সব মুসলমানের, রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে কাদিয়ানিদের কাফের ঘোষণার কথা উল্লেখ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামবাগ মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মুফতি মুজিবুর রহমান, মাওলানা ইসমাঈল যশোরী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, চকবাজার মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন, মুফতি ইলিয়াস মাদারীপুরী,মাওলানা মিজানুর রহমান, মাওলানা কামরুজ্জামান তাশফিক, মাওলানা কারী সিদ্দিকুর রহমান ও মুফতি জাকির হোসাইন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, কাদিয়ানি সম্প্রদায় আমাদের নবী (সা.)-এর নবুওয়াত ও ইজ্জতের ওপর আঘাত করেছে। তারা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে দেশের সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে, ইমানহারা করছে। যে কোনো মূল্যে তাদের এ অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। তিনি আগামী ১৫ নভেম্বর খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন