সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে দুগ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় ধাপে ধাপে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১২টি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাড়িয়ারচর এলাকায় আধিপত্য নিয়ে দুই ভাই আব্দুর রউফ ও মো. জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এ বিরোধকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে রউফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জলিল গ্রুপের সারোয়ার হোসেন ও সজীবের বাড়িসহ অন্তত ১২টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজেও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আব্দুর রউফ বলেন, জলিল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারধর করে। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় জলিল গ্রুপই জড়িত, আমাদের ফাঁসানো হচ্ছে।

অন্যদিকে মো. জলিল অভিযোগ করে বলেন, ‘রউফ গ্রুপ আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুট করেছে।’

স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ বা জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় শেষ পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা সাধ্যমতো ছোটাছুটি করে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি৷’

ঘটনাস্থলে থাকা সোনারগাঁ থানার উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুগ্রুপের প্রধান আব্দুর রউফ ও জলিলকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকভির বিরুদ্ধে নতুন অভিযোগ তুলতে প্রস্তুত বিসিসিআই

ভাঙছে নদী, তলিয়ে যাচ্ছে গ্রাম

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনয়ন নিয়ে সংঘাতের আশঙ্কা

শেষকৃত্য সেরে বাড়ি ফিরে দেখলেন উঠোনে বসে হাসছেন মৃত

ফেনীতে হত্যা মামলায় দুজনের আমৃত্যু কারাদণ্ড

অবাধে শামুক নিধন, হুমকিতে জীববৈচিত্র্য

৩ মুসলিম দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত সুদানের যোদ্ধারা

বগুড়ায় ছেলের হাতে বাবা খুন

শালিনির সহায়তা ছাড়া কিছুই সম্ভব হতো না: অজিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ 

১০

আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা

১১

অবসরের ঘোষণা ন্যান্সি পেলোসির

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

সোনারগাঁয়ে দুগ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

১৪

ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়

১৫

আসছে মাইকেল

১৬

১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফলের আহ্বান

১৭

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৮

১৪৯ কিমি বেগে টাইফুনের তাণ্ডব, বিমানবন্দর-মহাসড়ক বন্ধ

১৯

ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

২০
X