

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী হারুনুর রশিদ হারুনের দলীয় প্রার্থিতা বাতিল করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
একইসঙ্গে হারুনের বক্তব্য ‘ধর্ম অবমানননার শামিল’ উল্লেখ করে এ জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) প্রতিও দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
হারুনের এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐক্য পরিষদ বলেছে, তার বক্তব্য শুধু সম্প্রীতি বিনষ্টকারী ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনই নয়, বিএনপির ঘোষিত ‘রেইনবো নেশন’-এরও পরিপন্থি।
মন্তব্য করুন