

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যার পক্ষে যতটুকু সম্ভব দেশের জন্য সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা পড়ে থাকে সেটা আমরা সরিয়ে দেব।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাঁড়িয়ে সড়কে থাকা নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, আজ যেহেতু আমাদের এখানে কোনো কর্মসূচি নেই, আমরা যদি এখন রাস্তা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হবে। যেহেতু আজকে আমাদের কর্মসূচি নেই সেজন্য যত দ্রুত সম্ভব রাস্তা খুলে দেওয়ার চেষ্টা করি।
তিনি বলেন, যখন কর্মসূচি দেব তখন আপনাদের সামনে বক্তব্য দেব। আসুন, এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি।
এদিন বিকেল সাড়ে ৩টায় দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তার ছিল প্রথম আগমন।
মন্তব্য করুন