কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বিদেশে চিকিৎসা

সরকার ইতিবাচক হলে আবারও চিঠি দেবে খালেদা জিয়ার পরিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে সরকারের মনোভাব ইতিবাচক হলে তার পরিবারের পক্ষ থেকে আবারও চিঠি দেওয়া হবে। আইনমন্ত্রী আনিসুল হকের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের এক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে তার পরিবার থেকে কোনো আবেদন আসেনি।’

এ পরিপ্রেক্ষিতে এবিএম আবদুস সাত্তার বলেন, ‘প্রতি মাসেই সরকারের কাছে আবেদন করছি। গত মাসেও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সেখানে স্পষ্ট করেই উল্লেখ করা আছে যে, ম্যাডামকে (খালেদা জিয়া) মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হোক। তারপরও উনারা যদি মেসেজ দেয়, মনোভাব যদি ইতিবাচক হয়, তাহলে আমাদের জানালে আমরা আবারও আবেদন করব। কারণ, বিএনপি চেয়ারপারসনের এখন বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন।’

প্রসঙ্গত, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেটআপে কেবিনেই অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘ম্যাডাম অত্যন্ত অসুস্থ। শুক্রবার তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়েছিল। বিকেলের দিকে তার শারীরিক অবস্থা স্টেবল হলে আবার কেবিনে নিয়ে আসা হয়। এখন কেবিনে সিসিইউ সেটআপে চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় অবজারভেশনে তিনি আছেন।’

গত ৯ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল শুক্রবার উত্তরার আবদুল্লাহপুরে দলীয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে আবারও সরকারের প্রতি দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেঁপে উঠল পাকিস্তান / তিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বন্ধ আকাশপথ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত

১০ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

পাকিস্তানের ‘বুনইয়ান উল মারসুস’ অভিযানে ভারতে বড়সড় হামলা

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০ মে : আজকের নামাজের সময়সূচি

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

১০

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

১১

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

১২

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

১৩

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

১৪

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

১৫

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

১৬

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১৭

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১৮

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১৯

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

২০
X