কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াতের মিছিল

রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিছিল। ছবি : কালবেলা

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

রোববার (১ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেরুল বাড্ডা এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিতি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন,ছাত্রনেতা সালাহ উদ্দীন ও আসাদুজ্জামান প্রমুখ।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, অপশাসন ও দুঃশাসনে কারণে গণবিচ্ছিন্ন ও কূটনৈতিক বিপর্যয়ে পতনাতঙ্কে সরকার এখন পালানোর পথ খুঁজছে। জুলুমবাজ ও নৈশ্যভোটের সরকার ব্যাপকভিত্তিক মানবাধিকার লঙ্ঘন, লুণ্ঠন ও অর্থপাচার করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অনিয়ন্ত্রিত লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের বৈদেশিক রিজার্ভ কমছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। কারণ, এ টাকা জনগণের। দুর্নীতিবাজরা জনগণের টাকা বিদেশে প্রচার করেছে। সে টাকা বাজেয়াপ্ত না করে দেশে ফেরত আনার আহ্বান জানান।

তিনি বলেন, বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের অংশ হিসাবেই সরকার বর্ষীয়ান রাজনীতিবিদ ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও ঢাকা মহানগরী উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃারা এবং সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে ইতিহাসের বর্বরতম নির্যাতন চালাচ্ছে। বাকশালী ও জুলুমবাজ সরকারের হাত থেকে রেহাই পায়নি দেশবরেণ্য আলেম- ওলামাও। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আজমী ও ব্যারিস্টার আরমানসহ অনেক বিরোধী দলীয় নেতাকর্মী ও তাদের স্বজনদের দীর্ঘ মেয়াদে গুম করে রাখা হয়েছে। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে নৈশভোটের সরকারের পতনের কোনো বিকল্প নেই।

তিনি সরকারকে অপরাজনীতি পরিহার করে অবিলম্বে গুম-খুন বন্ধ ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল শীর্ষনেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি আরও বলেন, পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী ও গণমানুষের সেবক। জনগণের টাকায় তাদের বেতন হয়। তাই আপনারা অতিউৎসাহী হয়ে জনগণের বুকে গুলি চালাবেন না। মিথ্যা মামলা দিয়ে কথিত রিমান্ডের নামে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। বিচারের নামে সাজা দেওয়ার অপসংস্কৃতিও বন্ধ করতে হবে। অন্যথায় জনগণই এই অবৈধ সরকারের বিচারের মুখোমুখি করবে। তিনি নির্বাচনকালীন কেয়াটেকার সরকার প্রসঙ্গে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সরকারি ষড়যন্ত্র জনগণ আর কখনোই বাস্তবায়িত হতে দেবে না বরং সরকারের পদত্যাগ ও দলনিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন সম্পন্ন দাবি আদায়ে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলবে। তিনি কেয়ারটেকার সরকারের গণদাবি আদায়ের লক্ষ্যে সকলকে রাজপথে নেমে আসার আহ্বান জানান এবং জনতার বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে বাসা ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জামায়াতের নেতাকর্মীসহ ১৫-২০ জন পথচারী, শ্রমিক ও বৃদ্ধ মানুষকে রাস্তা থেকে ও বাস থেকে নামিয়ে আটক করার মতো অমানবিক আচরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি বৈঠক / ‘আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব’

‘পিন্ডি না ঢাকা’ বিষয়ে মাহিন সরকারের ব্যাখ্যা

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ

‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

মাদকসেবির হামলায় পুলিশের এসআই আহত

লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় মামলা

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরে

ইতালি পালেরমোতে দুই বাংলাদেশি আটক

১০

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

আ.লীগকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি আন্দোলন

১২

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৩

ভারত-পাকিস্তান উত্তেজনায় বিশ্বকাপ স্থগিত

১৪

ইবিতে ‘ডি’ ইউনিটের ফলাফল ঘোষণা

১৫

পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন মানিক

১৬

‘কেউ খুশি হয়ে কিছু দিলে সেটা চাঁদাবাজি নয়’

১৭

নাটোরে বিএনপির মতবিনিময় সভায় গুলি ছোড়ার অভিযোগ

১৮

‘হাসিনার সময় ওয়াজ নিষিদ্ধ ছিল’

১৯

হোটেল কর্মচারীর গায়ে গরম মাড় নিক্ষেপ, অতঃপর...

২০
X