কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : সমমনা জোট

গণঅনশনে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবলো
গণঅনশনে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবলো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে এই সরকারকেই তার সব দায়দায়িত্ব বহন করতে হবে। সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। সেই আন্দোলনে সরকারের পতন ঘটবে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে এক অনশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ। খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি হয়। বেলা ১১টায় অনশন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে চলমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অনশনে সংহতি জানানোর উদ্দেশ্যে রওনা হন সমমনা জোটের নেতারা।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলেছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তারা বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা-মামলা, দমনপীড়ন করে একদফার চলমান আন্দোলন দমাতে চায়। কিন্তু এসব করে আন্দোলন দমানো যাবে না। জনগণের অংশগ্রহণে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং চলমান আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে। তাই সরকারকে বলব, অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

সমমনা জোটের এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। দেশবাসী আগামীতে আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে হবে।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় অনশনে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোপাদিঘিতে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ, ওয়াকওয়ে বন্ধ ঘোষণা

জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

চ্যাটজিপিটিতে নতুন ফিচার চালু

যমুনায় হুহু করে বাড়ছে পানি, দুশ্চিন্তায় চরের কৃষক

মশার কয়েলের বিকল্প বের করলেন খুবি শিক্ষার্থীরা

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

১০

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

১১

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

১২

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

১৩

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

১৪

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১৫

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১৬

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

১৭

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৮

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

১৯

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

২০
X