বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই দেশে আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী। এ সময় তিনি দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার হায়দারপুর মোড়ে জেলা এনপিপি আয়োজিত এক মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইদ্রিস চৌধুরী।
এনপিপির মহাসচিব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের পক্ষেই আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব, নির্বাচন কমিশনের ওপর অর্পিত দায়িত্ব যদি তারা আন্তরিক ও সঠিকভাবে পালন করেন। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, তারা যেন নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন’।
তিনি বলেন, ‘এনপিপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। গণতন্ত্রকে সুসংহত করা ও দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। বিগত একাদশ সংসদ নির্বাচনে এনপিপি ৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংগঠনের ভিত মজবুত করেছে’।
তিনি দাবি করেন, গণতন্ত্রকে সুসংহত ও বিকশিত করার জন্য যথাসময়ে নির্বাচনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে মহাসচিব ইদ্রিস চৌধুরীর হাতে ফুল দিয়ে দুই শতাধিক নেতাকর্মী এনপিপিতে যোগদান করেন।
যোগদানকৃত নেতাকর্মীদের দলে স্বাগত জানিয়ে এনপিপির এই মহাসচিব বলেন, আপনাদের এই যোগদানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলায় এনপিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলো।
এনপিপি চুয়াডাঙ্গা জেলার সভাপতি এম জামশেদ খানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদিল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এনপিপি চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, শহিদ হোসেন, মেকবার বিশ্বাস, কোরবান আলী, শরিফউদ্দীন, রোকন আলী, ইউনুস আল, চাঁন আলী, প্লাবন জসিম, মেহেদি, ইকরা, তাছিম, আলিফ, উকিল প্রমুখ।
মন্তব্য করুন